Calcutta High Court: নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই, এনআইএ তদন্ত চেয়ে মামলা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হল হাই কোর্টে। ঘটনার তদন্ত অগ্রগতি রিপোর্ট তলব করল হাই কোর্ট।
কলকাতা: নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হল হাই কোর্টে। ঘটনার তদন্ত অগ্রগতি রিপোর্ট তলব করল হাই কোর্ট।
advertisement
advertisement
এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের একক বেঞ্চে মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কেস ডায়েরিও তলব করেছে বিচারপতি শম্পা দত্ত পালের একক বেঞ্চ। ২৭ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। জানা গিয়েছে, পুজোর ছুটির পর মামলার শুনানি হবে ফের।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু’দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
নাগরাকাটার বামনডাঙা গ্রামে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, মারধর করা হয়েছে। সেই হামলার জেরে আহত হন খগেন, হাসপাতালেও ভর্তি করা হয়। জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে মালদহ উত্তরের সাংসদকে দেখার পর তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মমতা। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
advertisement
খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় ধৃত ৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা যুক্ত করা হয়। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতারা। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। খগেন মুর্মুর উপর হামলার জেরে শুরু থেকেই পথে নামে বিজেপি। জনজাতি নেতার উপর হামলা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখানো হয়। হামলার দিনই টুইট করে প্রতিবাদ জানান মোদি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 4:30 PM IST