Rose Valley Chit Fund Case: ‘‘কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগের ক্ষেত্রে আমানতকারীদের জন্য সংরক্ষিত টাকা কেন খরচ করা হবে?" হাইকোর্টের বড় প্রশ্ন রোজভ্যালি কান্ডে

Last Updated:

Rose Valley Chit Fund Case: তদন্তের গতি নিয়ে খুশি নয়, পাশাপাশি কেন কেন্দ্রীয় সংস্থার দ্রুত তদন্তের জন্য আমানতকারীদের লগ্নি করা অর্থই ব্যয় হবে তা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের৷

Rose Valley-র টাকা ফেরানোর পদ্ধতিতে ঢিলেমি-খুশি নয় হাইকোর্ট
Rose Valley-র টাকা ফেরানোর পদ্ধতিতে ঢিলেমি-খুশি নয় হাইকোর্ট
কলকাতা: “কেন আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোর জন্য বিশেষ এক কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগের ক্ষেত্রে আমানতকারীদের জন্য সংরক্ষিত টাকা খরচ করা হবে?” রোজভ্যালি চিটফান্ড মামলায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের।
শুক্রবার রোজভ্যালি সংক্রান্ত মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “যদি ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’র (এডিসি) টাকা ফেরতের বিষয় নিযুক্ত রাজ্যের সংস্থা ওয়েবেলের খরচ বহন করে রাজ্য, সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগের ও পরিচালনার খরচ বহন করুক কেন্দ্র।”
advertisement
advertisement
ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওয়েবেলের বদলে অন্য সংস্থা নিয়োগের ক্ষেত্রে রিপোর্ট দিয়ে নিজেদের অবস্থান জানাবে এডিসি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ফরেন্সিক অডিটের বিষয় দায়িত্ব নিতে ইচ্ছুক কি না সেই বিষয়ও কেন্দ্রের থেকে তথ্য তলব করে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর।
এ দিন রাজ্যের সংস্থা ওয়েবেলের ধীর গতিতে কাজের বিরুদ্ধে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী। তার দাবি, ওয়েবেলের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা স্টকহোল্ডিং ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডকে নিযুক্ত করার নির্দেশ দিক আদালত। অর্থলগ্নি সংস্থা সাহারার আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোর বিষয় উন্নত পরিকাঠামো এবং কৃক্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে এই সংস্থা দাবি করেন আইনজীবী। উল্লেখ্য এর আগে আদালতে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষজ্ঞ সংস্থার সাহায্য প্রয়োজন বলে দাবি করেছিলেন এডিসি কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠ। তবে এই সংস্থার সাহায্য নিতে প্রায় ১০কোটি টাকা খরচ হবে জানায় এডিসি।
advertisement
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রাপ্য টাকা দিয়ে কি করে এই খরচ বহন করা হবে।” তিনি আরও বলেন, “অন্য অর্থলগ্নি সংস্থার ক্ষেত্রে দ্রুত টাকা ফেরানোর কাজ করছে ওয়েবেল কিন্তু এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মন্থর গতিতে কাজের অভিযোগ করা হচ্ছে। সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে কি না ইডি সেই বিষয় দেখা দরকার।”
advertisement
অন্যদিকে অ্যালকেমিস্ট মামলায় সিবিআই, এক সদস্যের বিশেষ কমিটি এবং আমানতকারীদের থেকে অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের মালিকাধীন সংস্থাদের বিষয় রিপোর্ট তলব করল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি ২০ নভেম্বর।
Arnab Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rose Valley Chit Fund Case: ‘‘কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগের ক্ষেত্রে আমানতকারীদের জন্য সংরক্ষিত টাকা কেন খরচ করা হবে?" হাইকোর্টের বড় প্রশ্ন রোজভ্যালি কান্ডে
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement