#কলকাতা: ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন (Asansol Ballygunge By Election) পিছিয়ে দেওয়ার সম্ভবনা কার্যত নেই। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, একবার বিজ্ঞপ্তি দিয়ে দিলে তা পিছোতে পারে শুধুমাত্র কয়েকটি কারণে। যদি সেই কারণের মধ্যে পরীক্ষা সংক্রান্ত কোন কারণ নেই। যদিও নির্বাচন কমিশনের থেকে কোন উত্তর আসেনি এখনও। তাই ১২ এপ্রিল নির্বাচন হচ্ছে সেই ধরেই প্রস্তুতি নিচ্ছে সিইও অফিস।
১২ এপ্রিলের উপনির্বাচন পিছিয়ে দেওয়া যায় কি না, তা বিবেচনা করে দেখতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছে রাজ্য সরকার৷ সোমবারই রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় উপনির্বাচন হলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে কিনা তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে শিক্ষা দফতরের সচিবের বৈঠক হয়৷ সেই বৈঠকের পরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় নবান্ন। শুধু উচ্চ মাধ্যমিক নয়, ওই সময় আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে 'বিপদ', বড় সিদ্ধান্ত নিলেন অনুব্রত মণ্ডল!
কমিশনের সিইও দফতর সূত্রে রাজ্য সরকারের সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয়েছে৷ রাজ্যের প্রস্তাব দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে৷ তবে, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে দিন বদল করা হবে না বলেই সূত্রের খবর। আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷
আরও পড়ুন: কর্নাটকের সাগরে এ কোন জন্তু! মুহূর্তে করতে পারে ফালাফালা, জালে উঠতেই তোলপাড়
তাই রাজ্য সরকার মনে করছে, উচ্চমাধ্যমিকের মধ্যে উপনির্বাচন হলে যে এলাকাগুলিতে ভোট রয়েছে, সেখানে স্কুল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে৷ সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ কিন্তু এতদসত্ত্বেও দিন বদল হবে না বলেই ধারনা অধিকাংশের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Ballygunge, Bengal By Election