Asansol Ballygunge By Election: বদলে যাবে আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনের দিন? সম্ভবনা প্রায় নেই!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Asansol Ballygunge By Election: নির্বাচন কমিশনের থেকে কোন উত্তর আসেনি এখনও। তাই ১২ এপ্রিল নির্বাচন হচ্ছে সেই ধরেই প্রস্তুতি নিচ্ছে সিইও অফিস।
#কলকাতা: ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন (Asansol Ballygunge By Election) পিছিয়ে দেওয়ার সম্ভবনা কার্যত নেই। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, একবার বিজ্ঞপ্তি দিয়ে দিলে তা পিছোতে পারে শুধুমাত্র কয়েকটি কারণে। যদি সেই কারণের মধ্যে পরীক্ষা সংক্রান্ত কোন কারণ নেই। যদিও নির্বাচন কমিশনের থেকে কোন উত্তর আসেনি এখনও। তাই ১২ এপ্রিল নির্বাচন হচ্ছে সেই ধরেই প্রস্তুতি নিচ্ছে সিইও অফিস।
১২ এপ্রিলের উপনির্বাচন পিছিয়ে দেওয়া যায় কি না, তা বিবেচনা করে দেখতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছে রাজ্য সরকার৷ সোমবারই রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় উপনির্বাচন হলে পরীক্ষার্থীদের অসুবিধা হবে কিনা তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে শিক্ষা দফতরের সচিবের বৈঠক হয়৷ সেই বৈঠকের পরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় নবান্ন। শুধু উচ্চ মাধ্যমিক নয়, ওই সময় আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷
advertisement
advertisement
কমিশনের সিইও দফতর সূত্রে রাজ্য সরকারের সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয়েছে৷ রাজ্যের প্রস্তাব দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে৷ তবে, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে দিন বদল করা হবে না বলেই সূত্রের খবর। আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷
advertisement
তাই রাজ্য সরকার মনে করছে, উচ্চমাধ্যমিকের মধ্যে উপনির্বাচন হলে যে এলাকাগুলিতে ভোট রয়েছে, সেখানে স্কুল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে৷ সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ কিন্তু এতদসত্ত্বেও দিন বদল হবে না বলেই ধারনা অধিকাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 5:19 PM IST