Carpenter Shark: কর্নাটকের সাগরে এ কোন জন্তু! মুহূর্তে করতে পারে ফালাফালা, জালে উঠতেই তোলপাড়

Last Updated:
Carpenter Shark: জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ১০ ফুটের করাত মাছটি জালে ওঠে। এরপর উপকূলে নিয়ে আসা হয় মাছটিকে।
1/5
বৃহস্পতিবার কর্ণাটকের মালপেতে জেলেদের জালে ধরা পড়ল একটি বিরল করাত মাছ। এই করাত মাছটি আসলে কার্পেন্টার হাঙর। এটি গুরুতর বিপন্ন প্রজাতি, বন্যপ্রাণী (সুরক্ষা) আইন ১৯৭২-এর তফসিল ১-এর অধীনে সুরক্ষিত।
বৃহস্পতিবার কর্ণাটকের মালপেতে জেলেদের জালে ধরা পড়ল একটি বিরল করাত মাছ। এই করাত মাছটি আসলে কার্পেন্টার হাঙর। এটি গুরুতর বিপন্ন প্রজাতি, বন্যপ্রাণী (সুরক্ষা) আইন ১৯৭২-এর তফসিল ১-এর অধীনে সুরক্ষিত।
advertisement
2/5
জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ১০ ফুটের করাত মাছটি জালে ওঠে। এরপর উপকূলে নিয়ে আসা হয় মাছটিকে। একটি ক্রেনে বিশাল মাছটিকে আনা হয়। আর সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ১০ ফুটের করাত মাছটি জালে ওঠে। এরপর উপকূলে নিয়ে আসা হয় মাছটিকে। একটি ক্রেনে বিশাল মাছটিকে আনা হয়। আর সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
advertisement
3/5
প্রায় ২৫০ কিলোগ্রাম ওজনের করাত মাছটি গভীর সমুদ্রে মাছ ধরার নৌকা 'সি ক্যাপ্টেনে' জেলেদের হাতে ধরা পড়ে। মালপে মৎস্য বন্দরে আনার পরে ম্যাঙ্গালুরুর একজন ব্যবসায়ী মাছটি কিনে নেন। কার্পেন্টার হাঙর বিপন্ন এবং সংরক্ষিত প্রজাতির মাছ।
প্রায় ২৫০ কিলোগ্রাম ওজনের করাত মাছটি গভীর সমুদ্রে মাছ ধরার নৌকা 'সি ক্যাপ্টেনে' জেলেদের হাতে ধরা পড়ে। মালপে মৎস্য বন্দরে আনার পরে ম্যাঙ্গালুরুর একজন ব্যবসায়ী মাছটি কিনে নেন। কার্পেন্টার হাঙর বিপন্ন এবং সংরক্ষিত প্রজাতির মাছ।
advertisement
4/5
তবে, মাছটি নিলাম করা নিয়ে জেলেদের সমস্যায় পড়তে হতে পারে। একটি বাঘ হত্যা করলে যা শাস্তি হয়, সেই একই শাস্তি হতে পারে এই মাছটি হত্যা করলেও।
তবে, মাছটি নিলাম করা নিয়ে জেলেদের সমস্যায় পড়তে হতে পারে। একটি বাঘ হত্যা করলে যা শাস্তি হয়, সেই একই শাস্তি হতে পারে এই মাছটি হত্যা করলেও।
advertisement
5/5
ম্যাঙ্গালোর সিটি নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করাত মাছের বেশ কিছু ছবি শেয়ার করেছে। "কার্পেন্টার হাঙ্গর একটি বিপন্ন প্রজাতির মাছ এবং তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
ম্যাঙ্গালোর সিটি নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করাত মাছের বেশ কিছু ছবি শেয়ার করেছে। "কার্পেন্টার হাঙ্গর একটি বিপন্ন প্রজাতির মাছ এবং তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।
advertisement
advertisement
advertisement