Arpita Ghosh Appointed General Secretary: অর্পিতা ঘোষের ইচ্ছেপূরণ! সাংসদ পদ ছাড়তেই সংগঠনে বড় দায়িত্বে আনল তৃণমূল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেই অর্পিতা ঘোষকেই এবার দলের সাংগঠনিক পদে নিয়ে এল তৃণমূল (TMC) কংগ্রেস (Arpita Ghosh Appointed General Secretary)।
#কলকাতা: নাট্য জগৎ থেকে রাজনীতিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত অর্পিতা ঘোষের (Arpita Ghosh) আকস্মিক ইস্তফায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। বুধবারই তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই অর্পিতা ঘোষকেই এবার দলের সাংগঠনিক পদে নিয়ে এল তৃণমূল কংগ্রেস (Arpita Ghosh Appointed General Secretary)। শুক্রবার অর্পিতাকে জেনারেল সেক্রেটারি অর্থাৎ রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক পদে নিয়োগ করল তৃণমূল (Arpita Ghosh Appointed General Secretary)। এদিনই তাঁকে চিঠি পাঠিয়ে দলের সংগঠনে নিয়ে আসার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।
অর্পিতাকে পাঠানো দলের চিঠি।উল্লেখ্য, বাম আমলে নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। সেই সূত্রে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বিদ্বজ্জনেদের তালিকায় প্রথম সারিতেই ছিলেন অর্পিতা (Arpita Ghosh)। ২০১৪-র লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর ২০২০-তে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে জিতেছিলেন অর্পিতা।
advertisement
advertisement
মঙ্গলবারই সুস্মিতা দেবের নাম রাজ্যসভার সাংসদ পদের জন্য ঘোষণা করেছিল তৃণমূল। তার মাত্র একদিনের মাথায় অর্পিতা ঘোষের ইস্তফা নতুন করে শোরগোল ফেলে দেয় বঙ্গ রাজনীতিতে। তবে, তৃণমূল সূত্রে খবর, দলের তরফ থেকে ইস্তফা দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি অর্পিতাকে। ব্যক্তিগত কারণেই ইস্তফা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: 'প্রিয় অভিষেক...', রাজ্যসভা থেকে ইস্তফার কারণ জানিয়ে চিঠি লিখলেন অর্পিতা ঘোষ
সেদিনই তৃণমূল সূত্রে জানা যায়, সংগঠনের কাজে আরও বেশি সময় দেওয়ার কারণেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। দলের ওই অংশের মতে, অর্পিতাকে আসলে তৃণমূলের 'পূবে তাকাও' নীতিতে কাজে লাগানো হবে। তাই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর অর্পিতাকে আরও বেশি করে কাজে লাগানো হবে সংগঠনের কাজে। শুক্রবার সেই জল্পনাই সত্যি হল। দলের অন্যতম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব দেওয়া হল অর্পিতা ঘোষকে। (Arpita Ghosh Appointed General Secretary)
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 17, 2021 2:01 PM IST










