Newtown Durga Angan: মুখ্যমন্ত্রীর হাতেই শুরু কাজ, নিউটাউনে হচ্ছে স্থায়ী 'দুর্গা অঙ্গন', কী কী থাকবে নয়া এই সংস্কৃতি কেন্দ্রে! জানুন

Last Updated:

Newtown Durga Angan: দুর্গা অঙ্গন রাজ্যের অন্যতম বৃহৎ পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মুখ্যমন্ত্রীর শিলান্যাস কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে নিউটাউন। মূল মঞ্চের সামনে ছাউনি করা হয়েছে, যেখানে প্রায় পাঁচ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে।

প্রস্তাবিত দুর্গাঙ্গন এর রূপ
প্রস্তাবিত দুর্গাঙ্গন এর রূপ
রুদ্র নারায়ণ রায়: নিউটাউনে  শুরু  ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে ঘিরে স্থায়ী সংস্কৃতিক কেন্দ্র গড়ার পথে রাজ্য। এদিন নিউটাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে অ্যাকশন এরিয়া-১-এ এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭ একরেরও বেশি জমিতে নির্মিত এই প্রকল্পের দায়িত্বে রয়েছে হিডকো। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা।
বাংলার দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তকমা পাওয়ায়, সেই স্বীকৃতিকে সামনে রেখেই দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি স্থায়ী সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দিঘার জগন্নাথধামের মতোই দুর্গাপুজোকে ঘিরে একটি স্থায়ী পরিকাঠামো তৈরি হবে, যেখানে মানুষ সারা বছর এসে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন। সেই পরিকল্পনা অনুযায়ীই নিউটাউনে জায়গা চূড়ান্ত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ সামান্য অসাবধানতায় বিস্ফোরণে তছনছ! গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় ৫ সতর্কতা মানুন, এড়াবে ছোট-বড় দুর্ঘটনা
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ‘দুর্গা অঙ্গন’ শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপন নয়। বরং বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অভিনব গবেষণা ও প্রদর্শন কেন্দ্র হিসেবেই এই প্রকল্প গড়ে তোলা হবে। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি ট্রাস্ট গঠন করেছেন। ভবিষ্যতে দুর্গা অঙ্গনের রক্ষণাবেক্ষণ ও সমস্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে ওই ট্রাস্টের হাতেই। প্রকল্পের অঙ্গ হিসেবে ‘দুর্গা অঙ্গন’-এ তৈরি করা হবে একটি আধুনিক সংগ্রহশালা। সেখানে বাংলার দুর্গাপুজোর ইতিহাস, শিল্পকলা, লোকসংস্কৃতি এবং সময়ের সঙ্গে পুজোর বিবর্তনের নানা দিক তুলে ধরা হবে। দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উৎকর্ষের সেরা কিছু শিল্পকর্ম সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুঃস্বপ্ন দেখলে কখনও ‘বোবা’য় ধরেছে আপনাকে? ছটফট করলেও কেন ঘুমের মধ্যে চিৎকার করা যায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
প্রশাসনিক কর্তাদের মতে, আগামী দিনে এই দুর্গা অঙ্গন রাজ্যের অন্যতম বৃহৎ পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মুখ্যমন্ত্রীর শিলান্যাস কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে নিউটাউন। মূল মঞ্চের সামনে ছাউনি করা হয়েছে, যেখানে প্রায় পাঁচ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। জানা গিয়েছে বাংলার সেরা, অভিনব দুর্গাপ্রতিমা স্থান পেতে পারে এই ‘দুর্গা অঙ্গনে’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Durga Angan: মুখ্যমন্ত্রীর হাতেই শুরু কাজ, নিউটাউনে হচ্ছে স্থায়ী 'দুর্গা অঙ্গন', কী কী থাকবে নয়া এই সংস্কৃতি কেন্দ্রে! জানুন
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement