Anupam Hazra:‘অকাল কুষ্মাণ্ড...’ আদি বিজেপির পোস্টারে তোলপাড় শান্তিনিকেতন! পাল্টা 'স্লোগান' শেল অনুপম হাজরার

Last Updated:

Anupam Hazra: তৃণমূলের স্লোগানের সুরে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। কার্যত থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা।

অনুপম হাজরা
অনুপম হাজরা
কলকাতা: তৃণমূলের স্লোগানের সুরে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। কার্যত থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। এ বার দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাজ্য নেতৃত্ব থেকে জেলা সভাপতিদের চরম কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায়, ‘‘দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’ চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই।’’
পাশাপাশি দলের মধ্যে তাঁকে কোণঠাসা করে রাখারও অভিযোগ করেছেন অনুপম। তিনি বলেন, ‘‘রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না।’’
advertisement
advertisement
বলাবাহুল্য, ‘অকালকুষ্মান্ড অনুপম হঠাও বিজেপি বাঁচাও’। শান্তিনিকেতন জুড়ে অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার দেয় ‘আদি বিজেপি’। ‘আদি বিজেপি কর্মীবৃন্দ’ নামে বিজেপির একাংশের দেওয়া এই পোস্টারে অনুপম হাজরাকে ‘সেটিংবাজ’ বলেও কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
advertisement
এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার তুলে ধরে অনুপম লিখেছেন,’আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটিংবাজদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে; তাই আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি ।
আর সেটা শুনে যে চোরের সবথেকে বেশি রাগ হয়েছে, যার জেলা কমিটির সভায় ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার দেওয়া করিয়েছে।’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra:‘অকাল কুষ্মাণ্ড...’ আদি বিজেপির পোস্টারে তোলপাড় শান্তিনিকেতন! পাল্টা 'স্লোগান' শেল অনুপম হাজরার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement