Train Ticket Rules: ওয়েটিং লিস্টে আটকে আছে টিকিট? Confirm হবে তো...? এক্ষুনি বুঝে নিন 'এই' কোড দেখে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Train Ticket Rules:
advertisement
advertisement
advertisement
GNWL (রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট)অপেক্ষা তালিকার সবচেয়ে সাধারণ কোড হল GNWL। এর মানে সাধারণ ওয়েটিং লিস্ট। যে স্টেশন থেকে ট্রেন শুরু হয় সেই স্টেশনের জন্য এই টিকিট দেওয়া হয়। GNWL-টিকিটের নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ট্রেনটি যে জায়গা থেকে শুরু হয় সেখানে বার্থের সংখ্যা সবচেয়ে বেশি থাকে।
advertisement
RLWL (রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট)RLWL টিকিট মানে রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং টিকিট যাত্রীদের দেওয়া হয় যখন প্রথম এবং শেষ স্টেশন ব্যতীত অন্য কোনও কাছাকাছি দুটি স্টেশনের জন্য টিকিট বুক করা হয়। এই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা GNWL-এর তুলনায় সামান্য কম। সাধারণত মধ্যবর্তী স্টেশনগুলির জন্য কোনও কোটা নেই৷
advertisement
advertisement
advertisement