Anubrata Mondal: এসে পৌঁছেছে 'সেই সব' নথি, অনুব্রতকে নিয়ে ছক সাজাচ্ছে সিবিআই! শুক্রে যা হতে চলেছে...
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal: গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের নথি চাইল সিবিআই। আইনজীবী জমা দিলেন নিজাম প্যালেসে।
#কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের এবার সম্পত্তি, আয় ব্যয়ের হিসাব, ব্যাংকের নথি চাইল সিবিআই। সেই কারণে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ ডকুমেন্টস জমা দিতে বুধবার নিজাম প্যালেসে আসেন। সিবিআই সূত্রে খবর, সম্পত্তি ও আয় ব্যায়র হিসাব, ব্যাংক ডকুমেন্টস সংক্রান্ত নথি জমা দেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।
প্রয়োজনে এই নথি বাজেয়াপ্ত করবে সিবিআই। আগামী শুক্রবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। অনুব্রতর আইনজীবী সূত্রে খবর, অসুস্থতার জন্য চিকিৎসকরা তৃণমূল নেতাকে আগামী পনেরো দিন বিশ্রামে থাকতে বলেছেন। সেই কারণে অনুব্রতর হাজিরা না দেওয়ার সম্ভবনাই বেশি বলে দাবি তাঁর আইনজীবীর। মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী অশান্তি মামলায় তলব করা হয়েছিল সিজিওতে। কিন্তু তিনি হাজিরা এড়ান। আইনজীবীর মাধ্যমে পনেরো দিনের সময় চেয়ে নেন। কারণ চিকিৎসকদের পরামর্শ মেনে পনেরো দিন তাঁকে রেস্টে থাকতে বলা হয়েছে।
advertisement
advertisement
সেই কারণে তিনি হাজিরা এড়ান। সিবিআই সূত্রে খবর, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে গত ২ মে ২০২১ সালে নির্বাচনের রেজাল্ট বেরোনো পর গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে তলবের কারণ, ধৃত অভিযুক্তদের সঙ্গে কোনো যোগসাজস ছিল কিনা? কার নির্দেশে পিটিয়ে হত্যা? কী কারণে খুন? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা।
advertisement
কিন্তু ভোট পরবর্তী অশান্তি মামলায় তিনি বারবার হাজিরা এড়ান।অন্যদিকে গরু পাচারকাণ্ডেও নিজাম প্যালেসে তলব করা হয়েছে আগামী শুক্রবার। এর আগে নিজাম প্যালেসে গরু পাচার মামলায় অনুব্রত হাজির হয়েছিলেন। কিন্তু তারপর চেক আপ করে ফিরে যান বীরভূমের বাড়িতে।সব মিলিয়ে বলা যায় বীরভূমের দাপুটে নেতাকে পরপর চলতি সপ্তাহে দুটি মামলায় তলব করে সিবিআই। ফলে জোড়া চাপকে সামলাতে অনুব্রত মন্ডল আপাতত শারীরিক অসুস্থতার জন্য রেস্টে থাকবেন বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2022 10:46 AM IST