Amarnath | West Bengal News: অমরনাথে এখনও আটকে রাজ্যের ৭২ জন বাসিন্দা, জলপাইগুড়িরই ২২ জন! জানাল নবান্ন

Last Updated:

Amarnath | West Bengal News: অমরনাথে আটকে পড়া বাংলার তীর্থযাত্রীদের জন্য শনিবারেই হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের আটকে থাকা বাসিন্দাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। নবান্নের কন্ট্রোল রুমে যারা ফোন করেছেন তাঁদের সঙ্গে কথা বলে জেনেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
অমরনাথে আটকে পড়া বাংলার তীর্থযাত্রীদের জন্য শনিবারেই হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। এ কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে একটি ট্যুইট করে হেল্পলাইন নম্বরটি জানান মমতা নিজেই। রাজ্য সরকারের তরফে নবান্নে একটি কন্ট্রোল রুম খুলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, ০৩৩-২২১৪৫২৬ হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকছে তীর্থযাত্রায় আটক ব্যক্তিদের পরিবারের জন্য (Amarnath | West Bengal News)।
advertisement
অমরনাথের দুর্ঘটনার কথা উল্লেখ করে ট্যুইটে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘অমরনাথ (Amarnath Tragedy) বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে’ (Amarnath | West Bengal News)।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথে নিম্ন গুহার কাছে পুণ্যার্থীদের অন্তত ২৫টি শিবির ভেসে যায়। মৃত্যু হয় ১৬ জনের। ঘটনার পরেই উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি, বায়ুসেনা এবং স্থানীয় পুলিস। প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে জখম হন অনেকে। তাঁদের হেলিকপ্টারে করে শ্রীনগরে হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার সকাল থেকেও উদ্ধার কাজে নামে সব বাহিনী। একইভাবে উদ্ধারকাজ চলছে আজও। এদিকে এই রাজ্যের পূর্ণার্থীদের উদ্বিগ্ন পরিবার চিন্তায় দিন কাটাচ্ছেন। ঘরের মানুষরা নির্বিঘ্নে ঘরে না ফেরা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না কেউই। জানা যাচ্ছে ইতিমধ্যেই তীর্থযাত্রীদের একটি দল বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
advertisement
৫ জুলাই কলকাতা থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিপুল ঘোষ-সহ ১০ জন। মেঘ ভাঙা বৃষ্টির ঘটনার পর থেকে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গে। যদিও শুক্রবার রাতে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে পরিবার। বর্তমানে তাঁরা পেহেলগাঁওর সেনা ক্যাম্পে রয়েছেন। তবে, কিভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে এই নিয়ে চিন্তায় পরিবার। তবে বিপর্যয় সামলে দু-একদিনেই আবারও শুরু হবে অমরনাথ যাত্রা এমনই জানা যাচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amarnath | West Bengal News: অমরনাথে এখনও আটকে রাজ্যের ৭২ জন বাসিন্দা, জলপাইগুড়িরই ২২ জন! জানাল নবান্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement