'দিদির সুরক্ষা কবচ', পঞ্চায়েতের আগে জনসংযোগে নয়া কর্মসূচি তৃণমূলের

Last Updated:

২০১৯ সালের লোকসভা ভোটের আগে জনমানসের কাছাকাছি পৌঁছতেও নতুন কর্মসূচির প্রণয়ন করেছিল তৃণমূল। 'দিদিকে বলো' প্রকল্প সেই সময় ভালই সাড়া ফেলেছিল। এরপরে আসে বিধানসভা ভোটের আগে 'বাংলা নিজের মেয়েকেই চায়'৷ তৃণমূলের দাবি, এই দুই প্রকল্পই সফল হয়েছিল।

#কলকাতা: এবার জনসংযোগে নয়া কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দিদির সুরক্ষা কবচ'।
২০১৯ সালের লোকসভা ভোটের আগে জনমানসের কাছাকাছি পৌঁছতেও নতুন কর্মসূচির প্রণয়ন করেছিল তৃণমূল। 'দিদিকে বলো' প্রকল্প সেই সময় ভালই সাড়া ফেলেছিল। এরপরে আসে বিধানসভা ভোটের আগে 'বাংলা নিজের মেয়েকেই চায়'৷ তৃণমূলের দাবি, এই দুই প্রকল্পই সফল হয়েছিল।
এবার তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত ভোট। তার আগেই তৃণমূলের নতুন কর্মসূচি, 'দিদির সুরক্ষা কবচ'।
advertisement
advertisement
এর মধ্যেই নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। তার উপরে কয়ালা পাচার, গরুকাণ্ড তো রয়েছেই। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং দিদির অত্যন্ত অনুগত অনুব্রত মণ্ডল। এই রাজনৈতিক প্রেক্ষাপটে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির চালু হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
১৯৯৮-এর ১ জানুয়ারি পথচলা শুরু। এ বছরে ২৫ বছরে পা দিয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে আজ নজরুল মঞ্চে তৃণমূলের মেগা বৈঠক। দলের সমস্ত পদাধিকারীদের হাজির থাকতে বলা হয়েছে এই বৈঠকে। পঞ্চায়েত নিয়ে এদিন শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন, সকলের নজর সেদিকেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'দিদির সুরক্ষা কবচ', পঞ্চায়েতের আগে জনসংযোগে নয়া কর্মসূচি তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement