Joka Metro: ওয়ান স্টপ সার্ভিস নিয়েই যাত্রা শুরু জোকা মেট্রোর

Last Updated:

২০১০ সালে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। জেনে নিন ভাড়ার পরিমাণ কত। 

Joka metro starts operating with one stop
Joka metro starts operating with one stop
#কলকাতা: মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই রুটের সর্বনিম্ন ভাড়া হতে চলেছে ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া হতে চলেছে ২০ টাকা। জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটে আপাতত তারাতলা পর্যন্তই ছুটবে গাড়ি। জোকা এবং তারাতলার মধ্যে রয়েছে ৪টি স্টেশন।
ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে খরচ হবে ১০ টাকা।তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে ২০ টাকা। ২০ টাকার বেশি আপাতত মেট্রো ভাড়া এই লাইনে থাকছে না। সর্বনিম্ন ৫ টাকা মেট্রো ভাড়া হওয়ায় যাত্রীদের অনেকেই বিরাট সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এই লাইনের বাকি অংশের কাজও জোরকদমে চলছে৷
advertisement
advertisement
জোকা-তারাতলা মেট্রো রুট:জমি জট, মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়া সহ একাধিক সমস্যায় বারবার বাধা পেয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। প্রায় ১০ কিলোমিটার রুটের কাজ শেষ হতে এখনও কয়েক বছর লাগবে। এই রুটেরই সাড়ে ৬ কিলোমিটার অংশ চালু হতে চলেছে। এই রুটে রয়েছে মোট ছ’টি স্টেশন। এই স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।ওয়ান মেট্রো সার্ভিস নিয়েই আপাতত আজ পরিষেবা চালু।এই মেট্রো রুটে এখনও অটো সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়নি। তাই আপাতত ‘ওয়ান মেট্রো সার্ভিস’ পদ্ধতিতে এই রুট মেট্রো চালু করা হচ্ছে। অর্থাৎ, একটি ট্রেনই যাত্রী নিয়ে তারাতলা থেকে জোকা যাবে। সেই ট্রেনটাই আবার জোকা থেকে যাত্রী নিয়ে ফিরে আসবে তারাতলায়। অর্থাৎ, একটি মেট্রো মিস করলে পরের ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকতে হবে স্টেশনে।
advertisement
২০১০ সালে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই প্রকল্পের কাজ দীর্ঘ জটিলতায় আটকে গিয়েছিল। অবশেষে তা সম্পন্ন হয়েছে জোকা থেকে তারাতলা অংশে৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শুভ সূচনা করেন।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka Metro: ওয়ান স্টপ সার্ভিস নিয়েই যাত্রা শুরু জোকা মেট্রোর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement