Adenovirus Crisis Kolkata: কলকাতার নয়া ত্রাস অ্যাডিনোভাইরাস, বিপদে শিশুরা! বিশেষ নির্দেশিকা জারি পুরসভার
- Written by:BISWAJIT SAHA
- Published by:Raima Chakraborty
Last Updated:
Adenovirus Crisis Kolkata: বিশেষ করে দু'বছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছে।
কলকাতা: অ্যাডিনোভাইরাস নিয়ে বিশেষ বৈঠক কলকাতা পুরসভায়। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে বৈঠক হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতায় বাড়িতে বাড়িতে বাচ্চাদের জ্বর কেমন রয়েছে তা ক্ষতিয়ে দেখতে স্বাস্থ্য কর্মীদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা। সোমবার বিকেলে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ জানান, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুরা। বিশেষ করে দুবছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত বেশি হয়েছে। অতীন ঘোষ আরও জানান যে, যেটুকু তথ্য কলকাতা পুরসভার কাছে রয়েছে, তাতে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এস এম সি ইউ প্রায় ভর্তি হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন, আবেদন করুন
জ্বর-সর্দিকাশি হলেই শিশুদের হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি করতে বলা হয়েছে। যেহেতু এই বয়সের শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, তাই কলকাতা পুরসভার স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র থেকে কোনও ওষুধ দেওয়া হচ্ছে না। যাদের সমস্যা বেশি রয়েছে, তাদেরকে হাসপতালে ভর্তি করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য। রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকা কলকাতা পুরসভা বিভিন্ন বড় অফিসে স্বাস্থ্যকর্তাদের পাঠিয়ে দিচ্ছেন। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে সব-কটিতেই অ্যাডিনো ভাইরাস নিয়ে বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে। ইতিমধ্যে বরো এক্সিকিউটিভদের স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করতে ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাতে বাবার ফোন ধরেছিলেন অরিজিৎ, বলেছিলেন ফিরবেন! ফেসবুকেই শেষ কথাগুলো লিখে গেলেন
কলকাতা পুরসভায় রাজ্য স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকের পর অতীন ঘোষ জানান, কলকাতায় সমস্ত সরকারি হাসপাতালের এসএনসিইউ প্রায় ভর্তি হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ খবর রাখবেন। যদি কোনও বাড়িতে ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশুরা জ্বর, সর্দি, কাশি বা অতিরিক্ত মল ও বমির মতো সমস্যায় ভুগছে দেখা যায়, তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপতালে ভর্তি করার পরামর্শ দিতে হবে। কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ জানান, আক্রান্ত শিশুদের কাছে যাতে বড়রা দূরে থাকেন বা মাস্ক পরেন, তাদের সংস্পর্শে থাকেন সেই পরামর্শ দিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। পাশাপাশি বাড়ির বড়দেরও জ্বর বা সর্দি কাশি হলে শিশুদেরকে সেই ব্যক্তির থেকে দূরে রাখতে হবে।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2023 8:09 PM IST










