Abhishek Banerjee thanks Kunal Sarkar: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক

Last Updated:

গত শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee thanks Kunal Sarkar)৷

কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: রাজনৈতিক, ধর্মীয় সহ সব ধরনের সমাবেশ বন্ধের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee thanks Kunal Sarkar)৷ তৃণমূেলর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই বার্তাকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন চিকিৎসক কুণাল সরকার৷ তাঁর মতকে সমর্থন জানানোর জন্য কুণাল বাবুকে ধন্যবাদ জানিয়ে এবার ট্যুইট করলেন অভিষেক (Abhishek Banerjee)৷
গত শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠক শেষেই অভিষেক বলেন, আপাতত দু' মাসের জন্য সমস্ত রাজনৈতিক, ধর্মীয় সহ সব ধরনের সমাবেশ বন্ধ থাকা উচিত বলে তিনি মনে করেন৷ এমন কি, তিনি যে নির্বাচনও বন্ধ রাখার পক্ষে, প্রকারন্তরে তাও বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক৷
advertisement
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মতকেই সমর্থন জানিয়ে ট্যুইট করেন চিকিৎসক কুণাল সরকার৷ তিনি লেখেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমাদের সবারই তাকে সমর্থন করা উচিত৷'
advertisement
এই ট্যুইটের জন্যই এ দিন কুণালবাবুকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক৷ ট্যুইটারে তিনি লেখেন, 'আপনারা পথনির্দেশ আমাদের কাছে অনুপ্রেরণার মতো৷ আসুন আমরা সবাই মিলে এই লড়াইয়ে সামিল হই এবং প্রত্যেকে যাতে সুস্থ থাকেন তা নিশ্চিত করি৷'
advertisement
ইতিমধ্যেই ডায়মন্ড হারবারেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় ওয়ার্ড, ব্লক এবং পঞ্চায়েত ধরে ধরে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷
প্রত্যেকটি কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ জরুরি প্রয়োজনে থাকছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সুবিধেও৷
advertisement
করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে নিজের রাজনৈতিক কর্মসূচিতেও হ্রাস টেনেছেন অভিষেক৷ গোয়া সফরও বাতিল করেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee thanks Kunal Sarkar: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement