West Bengal Covid 19 Update: নমুনা পরীক্ষা কমতেই অনেকটা কমল আক্রান্তের সংখ্যাও! কমল না উদ্বেগ

Last Updated:

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ দিনও কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজারেরও বেশি ()৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: চব্বিশ ঘণ্টায় কমল নমুনা পরীক্ষার সংখ্যা৷ আর সেই সূত্রেই কমল নতুন আক্রান্তের সংখ্যাও (West Bengal Covid 19 Update)৷ রবিবার যেখানে রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজারের বেশি, সেখানে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,২৮৬ জন৷
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে ৫১,৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ আগের দিনের তুলনায় যে সংখ্যাটা ছিল ৭১ হাজারের বেশি৷ ফলে আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও তাতে স্বস্তির কারণ দেখছেন না বিশেষজ্ঞরা৷ কারণ পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে৷
advertisement
advertisement
৷ উত্তর চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪,২৯৭ জন৷ হাওড়াতেও একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬২৫ জন৷
advertisement
দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিম বর্ধমানেও গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ৷ হুগলিতেও চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই৷
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে৷ স্থানীয় ভাবে বহু জায়গাতেই বাজার বন্ধ রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তার পরেও সংক্রমণের হারে লাগাম টানা যাচ্ছে না৷ ফলে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনই উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের৷ বিশেষত এখনও এক শ্রেণির মানুষের মধ্যে যে অসচেতনতার ছবি দেখা যাচ্ছে, তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid 19 Update: নমুনা পরীক্ষা কমতেই অনেকটা কমল আক্রান্তের সংখ্যাও! কমল না উদ্বেগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement