Abhishek Banerjee: ২০২৬-এর ভোটের আগে তৃণমূলে কাদের গুরুত্ব, দলের নেতাদের জানিয়ে দিলেন অভিষেক!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত কয়েকটি নির্বাচনেই রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল খারাপ হয়েছে৷ রানাঘাটে ঘুরে দাঁড়ানোর জন্য দলের নেতাদের পরামর্শও দিয়েছেন অভিষেক৷
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক জেলা ধরে ধরে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তমলুক, বারাসতের পর বুধবার রানাঘাট সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
সেই বৈঠকেই এ দিন অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলের পুরনো এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন কর্মীদেরই গুরুত্ব দিতে হবে৷ তাঁদের সামনের দিকে এগিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন অভিষেক৷ সূত্রের খবর, গতকালও তমলুক এবং বারাসত সাংগঠনিক জেলার বৈঠকে দলের নেতাদের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে একজোট হয়ে কাজের নির্দেশ দিয়েছিলেন অভিষেক৷ এ দিন রানাঘাটের নেতাদেরও একই নির্দেশ দিয়েছেন তিনি৷
advertisement
গত কয়েকটি নির্বাচনেই রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূলের ফল খারাপ হয়েছে৷ রানাঘাটে ঘুরে দাঁড়ানোর জন্য দলের নেতাদের পরামর্শও দিয়েছেন অভিষেক৷ সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়েও প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক৷
advertisement
পাশাপাশি আমার পাড়া আমার সমাধান প্রকল্প নিয়েও প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি৷ জনসংযোগেও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের নেতাদের৷ ব্লকস্তরে সাংগঠনিক রদবদল নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ তবে এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানিয়েছেন অভিষেক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 6:50 PM IST