ঘুচল রুজি রুটি! পুজোর আগে মাথায় আকাশ ভেঙে পড়ল চা শ্রমিক মহল্লায়! বন্ধ পরপর তিনটি চা বাগান

Last Updated:
Tea Garden Closed: আগের দিন রাত পর্যন্ত চা বাগানে কাজ চলছিল। এরপর রাতের অন্ধকারে কোনও নোটিস না দিয়েই পালিয়ে যায় ম্যানেজাররা। পুজোর মুখে কাজ হারিয়ে বিপাকে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীরা।
1/5
পুজোর মুখে আগে একসঙ্গে বন্ধ হল ডুয়ার্সের তিনটি চা বাগান। সমস্যায় কয়েক হাজার শ্রমিক। বিনা নোটিশে বৃহস্পতিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পুজোর মুখে একসঙ্গে বন্ধ হল ডুয়ার্সের তিনটি চা বাগান। সমস্যায় কয়েক হাজার শ্রমিক। বিনা নোটিসে বৃহস্পতিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ।
advertisement
2/5
ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকানাধীন রেডব্যাংক চা বাগান,সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুর্চি চা বাগান বন্ধ করে চলে গেছে মালিক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই তিনটি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মরত শ্রমিকেরা।
ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকানাধীন রেডব্যাংক চা বাগান, সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুর্চি চা বাগান বন্ধ করে চলে গিয়েছে মালিকপক্ষ। শুক্রবার সকাল থেকেই তিনটি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মরত শ্রমিকেরা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
3/5
জানা গিয়েছে, বাগান গুলোতে বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে বোনাস দিতে হবে।যদিও গতকাল পর্যন্ত বাগানে কাজ চলছিল। এরপর রাতের অন্ধকারে কোনও নোটিশ না দিয়েই পালিয়ে গেছেন ম্যানেজাররা।
জানা গিয়েছে, চা বাগানগুলোতে বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে আবার কর্মচারি, শ্রমিকদের বোনাস দিতে হবে। যদিও গতকাল পর্যন্ত বাগানে কাজ চলছিল। এরপর রাতের অন্ধকারে কোনও নোটিস না দিয়েই পালিয়ে যায় ম্যানেজাররা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
4/5
পুজোর মুখে কাজ হারিয়ে বিপাকে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীরা।চামুর্চিতে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চামুর্চি চা বাগানের শ্রমিকদের।
পুজোর মুখে কাজ হারিয়ে বিপাকে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীরা। চামুর্চিতে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চামুর্চি চা বাগানের শ্রমিকেরা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
5/5
বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে রেড ব্যাংক চা বাগানে শ্রমিকরা।
বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে রেড ব্যাংক চা বাগানে শ্রমিকরা।  (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement