রতন বাঈ থেকে শর্বাণী, শশধর মুখোপাধ্যায় থেকে অয়ন, কাজলের পরিবার চার প্রজন্ম ধরে শাসন করে বলিউড, চেনেন সবাইকে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কাজল আর রানি মুখোপাধ্যায় যে দুই বোন সেটা অনেকেই জানেন। এই বিখ্যাত পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও পরিচয় করে নেওয়া যাক!
advertisement
advertisement
advertisement
advertisement
কুমার সেন ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ভারতীয় চলচ্চিত্রের গল্প বলার ধরন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শশধর মুখোপাধ্যায়, কাজলের পিতামহ: শশধর মুখোপাধ্যায় ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা এবং ফিল্মিস্তান স্টুডিওর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি ১৯৪০ এবং ৫০-এর দশকে অনেক ব্লকবাস্টার ছবি প্রযোজনা করেছিলেন।
advertisement
শোভনা সমর্থ এবং কুমার সেনের কন্যা নূতন একজন সুপরিচিত এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তিনি সুনীল দত্ত এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে হিট ছবি উপহার দিয়েছিলেন এবং তাঁর সময়ের শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন। তনুজা, কাজলের মা: তনুজা বাংলা এবং হিন্দি ছবিতে তাঁর বৈচিত্র্যময় ভূমিকার জন্য সুপরিচিত। সোমু মুখোপাধ্যায়, কাজলের বাবা: শশধরের ছয় সন্তান ছিল, যাঁদের মধ্যে পরিচালক-প্রযোজক সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে তনুজার বিয়ে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
রানি মুখোপাধ্যায় এবং কাজলের মধ্যে সম্পর্ক: কাজলের বাবা সোমু মুখোপাধ্যায় এবং রানি মুখোপাধ্যায়ের বাবা রাম মুখোপাধ্যায় ছিলেন খুড়তুতো ভাই। কাজলের মতো রানিও দেশের শীর্ষস্থানীয় নায়িকা। আরেক খুড়তুতো বোনও নায়িকা: কাজলের আরেক খুড়তুতো বোন শর্বাণী মুখোপাধ্যায়ও বলিউড এবং নানা আঞ্চলিক ছবিতে অভিনয় করেছেন।