কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী 'খুনে' যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Unusual Death: কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুতে তার স্ত্রীর দিকেই সন্দেহের আঙুল তোলেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় কাকদ্বীপ থানায়। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাতে থেকে মহিলাকে উদ্ধার করে।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরনগা, নবাব মল্লিক: কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। ওই বৃদ্ধের নাম কানাই মিদ্যা (৬৫)। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধের ঘরের কাছে জড়ো হতে শুরু করেন। একের পর এক মানুষজন আসতে থাকায় ভিড় ক্রমশ বাড়তে থাকে সেখানে। একটা সময় সেখানে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুতে তার স্ত্রীর দিকেই সন্দেহের আঙুল তোলেন। খবর যায় কাকদ্বীপ থানায়।
এরপর কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাতে থেকে মৃত বৃদ্ধের স্ত্রী চন্দনা মিদ্যাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে বৃদ্ধের মৃত্যুর সঙ্গে তার স্ত্রীর জড়িত থাকার কোনও সম্ভবনা পাওয়া যায়নি।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মহিলাকে উত্তেজিত জনতার হাতে থেকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই মহিলাকে নিরাপদে রাখা হয়েছে। বৃদ্ধের কীভাবে মৃত্যু হল তা জানার চেষ্টা করা হচ্ছে।
advertisement
এদিকে এই ঘটনার পর কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গনেশপুরের খড়িমুঠা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের মৃত্যু কেন হয়েছে তার সঠিক কারণ অনুসন্ধান করার দাবি জানিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশও সবকিছু খতিয়ে দেখছে। কীভাবে ওখানে উত্তেজিত জনতার ভিড় বাড়ল তাও খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ বের হলেই সমস্ত ঘটনার সমাধান হবে। পুলিশের পক্ষ থেকে মহিলার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঘটনার সঙ্গে বৃদ্ধের স্ত্রীর জড়িত থাকার প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর গ্রামের পরিবেশ থমথমে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী 'খুনে' যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা