চোর সন্দেহে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ! বিশাখাপত্তনমে বাঙালি পরিযায়ী শ্রমিকের নৃশংস পরিণতি, শোকের ছায়া নদিয়ায়

Last Updated:

Migrant Worker: মারধর, হেনস্থার পর এবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হতে হল বাংলার পরিযায়ী শ্রমিককে। চোর সন্দেহে কুপিয়ে খুন করা হয়েছে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে।

চোর সন্দেহে নাদিয়ার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন
চোর সন্দেহে নাদিয়ার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন
বেতাই, নদিয়া, সমীর রুদ্র: বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে নিগ্রহের শিকার হতে হচ্ছে। যার জেরে রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার জো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বহু পরিযায়ী শ্রমিকই রাজ্যে ফিরে এসেছেন। মারধর, হেনস্থার পর এবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হতে হল বাংলার পরিযায়ী শ্রমিককে। চোর সন্দেহে কুপিয়ে খুন করা হয়েছে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে। ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে স্থানীয়দের মারের চোটে মৃত্যু হল বাঙালি পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫ মাস আগে বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা রাজু তালুকদার (৩৭) ও তাঁর ভাই-সহ বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। ওই এলাকতেই কাজ করতেন স্থানীয় বেশ কিছু শ্রমিক।
advertisement
আরও পড়ুনঃ পুজোর মুখে চরম সর্বনাশ! আগুনে ভস্মীভূত দোকানপাট, লক্ষ লক্ষ টাকার ক্ষতি! মাথায় হাত ব্যবসায়ীদের
গত ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয়। বাঙালি শ্রমিকদের চোর সন্দেহ করে তাদের উপর চড়াও হন বিশাখাপত্তনমের শ্রমিকেরা। মারধর করা হয় বাঙালি শ্রমিকদের। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে। আহত বাঙালি শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন রাজু।
advertisement
advertisement
চোর সন্দেহে নাদিয়ার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন
শোকে আচ্ছন্ন পরিবার
আরও পড়ুনঃ পথকুকুরদের খেতে দেওয়ায় বাধা! গালিগালাজ, প্রাণনাশের হুমকি! থানার দারস্থ পশুপ্রেমী ভাই-বোন
এরপর কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়িতে নিয়ে আসার সময় স্টেশনে নামার আগে আবার অসুস্থ হয়ে পড়েন রাজু। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়িতে খবর পৌঁছাতেই শোকোস্তব্ধ গোটা এলাকা। ময়নাতদন্তের পর শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে পৌঁছবে রাজুর দেহ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোর সন্দেহে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ! বিশাখাপত্তনমে বাঙালি পরিযায়ী শ্রমিকের নৃশংস পরিণতি, শোকের ছায়া নদিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement