Abhishek Banerjee: পঞ্চায়েতের জন্য গুরুত্বহীন নয় কিছুই, এক পদক্ষেপেই বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: রবিবার বেলা একটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে সাগরদিঘী দিঘার মোড়ে৷

আজ সাগরদিঘীতে অভিষেক
আজ সাগরদিঘীতে অভিষেক
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফলে এই নির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব লাগাতার প্রচার চালিয়েছেন সাগরদিঘীতে। আজ সেখানেই সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রবিবার বেলা একটা নাগাদ তার সভা হবে সাগরদিঘী দিঘার মোড়ে৷
সাগরদিঘীতে স্থানীয় নেতারা তো ছিলেনই, তৃণমূলের হয়ে প্রচারে করছেন সায়নী ঘোষ, ফিরহাদ হাকিম।  সভার শেষ প্রস্তুতি দেখেন জঙ্গিপুরের তৃণমুল সভাপতি খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ আসবেন বলে আশা করছি। সবটাই সাগরদিঘি থেকে মানুষ আসবে।’’
advertisement
advertisement
অন্যদিকে কংগ্রেস শিবিরের তরফে অভিযোগ করা হচ্ছে তাদের বারবার হেনস্থা করা হচ্ছে৷ তাদের কর্মীদের হেনস্থা করা হচ্ছে। অভিযোগ উড়িয়ে খলিলুর রহমান অবশ্য জানিয়েছেন, ‘‘কংগ্রেস নেতার গ্রেফতারের সঙ্গে কোনওরকম রাজনৈতিক যোগ নেই শাসক দলের। পুলিশ চলছে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।”গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই সাগরদিঘী কেন্দ্রে ৫২ হাজার ভোটে এগিয়ে ছিলেন সুব্রত সাহা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা৷ পরে তিনি রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন৷ কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ সেই আসনে এবার নতুন করে হতে চলেছে নির্বাচনী লড়াই৷ সাগরদিঘির গোটাটাই পঞ্চায়েত এলাকা। একটি ব্লকে আছে ১১ টি পঞ্চায়েত। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া যে সাগরদিঘির উপনির্বাচন থেকেই শুরু হতে চলেছে সেকথা বলার অপেক্ষা রাখে না।
advertisement
সাগরদিঘীর উপনির্বাচনকে আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া হিসেবে ধরে ময়দানে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন শাসকদল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বাম-ডান ও বিজেপির  প্রচারেও কোনওরকম খামতি নেই। আর দু’মাস পরেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ২৪৫টি বুথ এবং একটি অক্সিলিয়ারি বুথ নিয়ে মোট ২৪৬টি বুথ সাগরদিঘি হবে। সব বুথেই থাকবে সিসিটিভি, থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়া রাজ্য সশস্ত্র ও লাঠিধারী পুলিশ। পাশাপাশি এলাকায় আসছেন কমিশনের সব পর্যবেক্ষকরা।
advertisement
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরদিঘিতে মোট ভোটদাতা ২,৪৫,৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৪,৫৩৩ জন, মহিলা ১,২১,২৮৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন, সার্ভিস ভোটার ২৯১ জন, ৮০ বছরের ঊর্ধ্বে ভোটার ২২৬৮ জন, পিডব্লিউডি ভোটার ১৫৩২ জন, ১৮-১৯ বছরের ভোটার আছেন ৬২৫১ জন। সেক্টর অফিস ২২টি। থাকছে ক্যুইক রেসপন্স টিম।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: পঞ্চায়েতের জন্য গুরুত্বহীন নয় কিছুই, এক পদক্ষেপেই বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement