Arijit Singh Concert in Kolkata: অরিজিতের অনুষ্ঠানে বড় ভূমিকা নিল টোটো! 'সব' সামলে লেটার মার্কস পুলিশের

Last Updated:

Arijit Singh Concert in Kolkata: নিরুপদ্রবে এই অনুষ্ঠান শেষ করাই কড়া চ্যালেঞ্জ ছিল কলকাতা ও বিধাননগর পুলিশের কাছে। গাড়ির পার্কিং নিয়েও বাড়তি সতর্ক ছিল পুলিশ।

অরিজিতের শো হিট!
অরিজিতের শো হিট!
কলকাতা: অপেক্ষা ছিল অনেক দিনের। সেই অপেক্ষা অবশেষে মিটল। কলকাতায় পারফর্ম করলেন ঘরের ছেলে অরিজিৎ সিং। বহুবিতর্ক আর টালবাহানার পর নির্ধারিত দিনেই কলকাতায় অনুষ্ঠিত হল অরিজিৎ সিং-এর কনসার্ট। শনিবার অ্যাকোয়াটিকায় 'অরিজিৎ সিং ওয়ান নাইট ট্যুর ওনলি কলকাতা' শীর্ষক অনুষ্ঠান ঘিরে গায়কের ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। শনিবার বিকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন কনসার্ট ভেন্যুর বাইরে। গিজগিজে দর্শকদের লাইন চোখে পড়ছিল অনুষ্ঠানের আগেই। কিন্তু সেই দর্শকদেরই সামান্য ঝক্কি পোহাতে হল অনুষ্ঠানস্থল পর্যন্ত পৌঁছতে।
পুলিশ সূত্রে খবর, ১০ থেকে ১২ হাজার দর্শক ভিড় জমিয়েছিলেন শনিবারের কনসার্টে। ওই অনুষ্ঠানের টিকিট মূল্য শুরু হয়েছিল ৩,৫০০ টাকা থেকে, সর্বোচ্চ মূল্য ছিল ৭৫,৫০০ টাকা। তাতেও টিকিটের অকাল তৈরি হয়েছিল! রমরমিয়ে বিকিয়েছিল অরিজিতের অনুষ্ঠানের টিকিট। ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।
advertisement
advertisement
নিরুপদ্রবে এই অনুষ্ঠান শেষ করাই কড়া চ্যালেঞ্জ ছিল কলকাতা ও বিধাননগর পুলিশের কাছে। গাড়ির পার্কিং নিয়েও বাড়তি সতর্ক ছিল পুলিশ। অরিজিতের কনসার্ট ভেন্যু ওয়াটার থিম পার্ক 'অ্যাকোয়াটিকা', যা কলকাতা পুলিশের এলাকায় পড়ে, অন্যদিকে আশপাশের বিস্তীর্ণ তল্লাট পড়ছে বিধাননগর কমিশনারেটের আওতাভুক্ত।
advertisement
অরিজিতের কনসার্টের জন্য দু'-আড়াই হাজার গাড়ির পার্কিংয়ের বন্দোবস্ত করতে হয়েছিল। কিন্তু অ্যাকোয়াটিয়ায় সেই সুবিধা ছিল না। পাশাপাশি সল্টলেক ও নিউ টাউন থেকে যে দু'টি রাস্তা অ্যাকোয়াটিয়ায় পৌঁছায় তাও যথেষ্ট সকীর্ণ। সেই কারণেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কনসার্ট ভেনু থেকে প্রায় দেড় থেকে দু-কিলোমিটার দূরে। সেখান থেকে অরিজিতের কনসার্ট ভেনু পর্যন্ত পৌঁছাতে ব্যবস্থা করা হয়েছিল টোটোর। এর জন্য পার্কিং লটে ৬০টি টোটো ছিল, এর ভাড়া অবশ্য দর্শকদের দিতে হয়নি। প্রয়োজনীয় ভাড়া মেটায় আয়োজক সংস্থাই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arijit Singh Concert in Kolkata: অরিজিতের অনুষ্ঠানে বড় ভূমিকা নিল টোটো! 'সব' সামলে লেটার মার্কস পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement