'এই গানটা নিয়ে এত জল্পনা-কল্পনা!' কলকাতার কনসার্টে গেরুয়া-বিতর্কের জবাব অরিজিৎ সিংয়ের
- Published by:Suman Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Arijit Singh on Gerua: রঙ দে...গেরুয়া। একটা গান নিয়ে এত বিতর্ক! কলকাতায় দাঁড়িয়ে জবাব দিলেন অরিজিৎ সিং।
কলকাতা: 'এক গান গেয়ে দিলেই ল্যাটা চুকে যাবে!'
সেদিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে গান শোনার আবদার করেছিলেন তাঁর কাছে। অরিজিৎ সিং সেই আবদার ফেরাতে পারেননি। তাই সাত-পাঁচ না ভেবে উপরের কথাগুলো বলে গানটা গেয়ে ফেলেন। কী গান, তা এখন সবারই জানা। রং দে তু মোহে গেরুয়া।
শাহরুখ খানও সেদিন ছিলেন মঞ্চে। কিং খানের অভিনীত দিলওয়ালে সিনেমার সেই গান সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে সেই গান যে এমন বিতর্কের জন্মও দিতে পারে, তা হয়তো অরিজিৎ সিং স্বপ্নেও ভাবেননি।
advertisement
advertisement
আরও পড়ুুন- Exclusive: নিয়োগ দুর্নীতি মামলায় এখন সিবিআইয়ের অস্ত্র বিভিন্ন জেলার এজেন্ট
রং দে তু মোহে গেরুয়া- গানটা নিয়ে এত বিতর্কের জবাব এবার নিজেই দিলেন অরিজিৎ সিং। শনিবার সন্ধ্যায় অরিজিৎ সিংয়ের কনসার্ট অনুষ্ঠিত হল কলকাতায়। সেখানেই এদিন ফের অরিজিৎ গেয়ে ওঠেন 'রং দে তু মোহে গেরুয়া' গানটি।
প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিত এই গানের দু'কলি শোনান। আর তা নিয়েই শুরু হয় রাজনৈতিক চর্চা। বিজেপি নেতারা বলে ওঠেন, অরিজিত আসলে আক্রমণ করেছেন বাংলার শাসক দলকে।
advertisement
এর পর আবার অরিজিতের কনসার্ট পিছিয়ে যায় কলকাতায়। তা নিয়েও নানা বিতর্ক তৈরি হয়। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছিল, জি-২০ সামিটের জন্য কনসার্ট পিছিয়ে গিয়েছে। এদিন সেই কনসার্ট অনুষ্ঠিত হল নিউটাউনের অ্যাকোয়াটিকাতে।
আরও পড়ুন- কমছে না DA ক্ষোভ! অচলাবস্থা তৈরির আশঙ্কা রাজ্যের এই বিশ্ববিদ্যালয়গুলিতে
অ্যাকোয়াটিকার এই মঞ্চে মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে ‘রং দে তু মোহে গেরুয়া’ গাইলেন অরিজিত। তার পর নিজেই বলে উঠলেন গান নিয়ে বিতর্ক কেন তাঁর পছন্দ হয়নি! অরিজিৎ সিংয়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের।
advertisement
এদিন এই গানটি শেষ করার পরেই অরিজিত বলেন, “আরে এই গানটা নিয়ে কত জল্পনা-কল্পনা হল! গেরুয়া রংটা তো সন্ন্যাসীদের রং রে বাবা। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তা হলেও কি এত বিতর্ক হত?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 11:08 PM IST