Arijit Singh Rupam Islam: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের

Last Updated:

Arijit Singh Rupam Islam: রূপমের গান আর অরিজিতের গলার মাদকতা মিলে মিশে একাকার হয়ে গেল শনিবারের অনুষ্ঠানে। ইতিহাস হল কলকাতায়।

রূপম ইসলাম ও অরিজিৎ সিং
রূপম ইসলাম ও অরিজিৎ সিং
কলকাতা: শনিবার গোটা কলকাতা শহরই যেন পৌঁছে গিয়েছিল অ্যাকোয়াটিকার ওয়াটার পার্কে। কারণ, প্রিয় রকস্টার অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট। আর সেখানকার মঞ্চে অরিজিৎ নানা গানের মাঝে তাঁর প্রিয় রকস্টারকে সম্মান জানিয়ে গাইলেন, 'আরও একবার চলো ফিরে যাই', 'একলা ঘর আমার দেশ'। আরও অদ্ভুত বিষয় হল, সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন রূপম ইসলাম নিজে।
রূপম নিজেই ফেসবুকে সেই অসাধারণ এক মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'Thank you Arijit. Lots of love. এই প্রথম আমাদের সামনাসামনি দ্যাখা হল। তাও আবার গানে গানে। এর চেয়ে ভাল আর কী হোত! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে।'
advertisement
advertisement
আরও পড়ুন: হাতে চুমু খেয়ে রণবীরের দাড়ি চুলকে দিচ্ছেন দীপিকা, পুরনো ভিডিও ফের ভাইরাল! দেখুন
ফসিলস স্রষ্টার গান শুরুর পর, মঞ্চের পিছনের স্ক্রিনে যখন ফুটে উঠেছে রূপমের ছবি, তখন গিটার হাতে অরিজিৎ সেই ছবির দিকে তাকিয়েই গান গাইছিলেন। যেন নিজের প্রিয় রকস্টারকে সম্মান জানাচ্ছেন গানে গানে। আর লাইভ কনসার্টে উপস্থিত রয়েছেন রূপম জানতে পেরেই, 'মাই রকস্টার রূপম ইসলাম ইজ হিয়ার…' বলে চেঁচিয়ে উঠলেন। রূপমও মাইক্রোফোন হাতে দর্শকাসন থেকে তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়ে বললেন, থ্যাং ইউ অরিজিৎ, উই লাভ ইউ, তুমি আমাদের গর্ব…।
advertisement
আরও পড়ুন: ১২ হাত কাপড়ে এমন সুন্দর সাজ, রিয়াকে চেনাই যেন যাচ্ছে না!
অরিজিতের গানে গলা মেলালেন রূপমও, তবে দর্শকাসন থেকেই। রূপমের গান আর অরিজিতের গলার মাদকতা মিলে মিশে একাকার হয়ে গেল শনিবারের অনুষ্ঠানে। দর্শকরাও তাতে ভেসে গেলেন। সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। দুই রকস্টারের এমন গানে গানে প্রথম সাক্ষাৎ ইতিহাস হয়ে রয়ে গেল কলকাতায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Rupam Islam: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement