'কী ভাবে সংসার চালাব?' চাকরি বাতিল হলেও রিষড়া বিদ্যাপীঠে হাজির শিক্ষকরা, বেতন কি মিলবে?

Last Updated:

হুগলির রিষড়া বিদ্যাপীঠের ১২ জন শিক্ষকের চাকরি বাতিল হলেও তাঁরা ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রতিদিন স্কুলে আসছেন। প্রধান শিক্ষক রোশন কুমার মাল ও শিক্ষক সৌরভ কুমার তাঁদের সম্মান ফেরানোর আর্জি জানিয়েছেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা
হুগলির রিষড়া বিদ্যাপীঠ (ইউনিট-2) হিন্দি মাধ্যম স্কুলের ১৯ জন শিক্ষকের মধ্যে ১২ জনের চাকরি বাতিল হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০০ পড়ুয়ার পড়াশোনার দায়ভার যাঁদের কাঁধে, তাঁদের অনেকে চাকরি না থাকলেও প্রতিদিন স্কুলে হাজিরা দিচ্ছেন শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবেই।
স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল জানালেন, “চাকরি হারানো সত্ত্বেও শিক্ষকরা স্কুলে আসছেন বলেই এখন স্কুল চালানো সম্ভব হচ্ছে। না হলে আগামী দিনে বড় সমস্যায় পড়তে হত। গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকে আমার স্কুলের শিক্ষকরাও ছিলেন। আজ ৮ জন এসেছেন, বাকি ৪ জন খাতা জমা দিতে গিয়েছেন। এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও লিখিত নির্দেশ না এলেও শিক্ষকরা নিঃস্বার্থভাবে আসছেন। আমি সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি—দয়া করে স্কুলগুলিকে বাঁচান।”
advertisement
advertisement
চাকরি হারা শিক্ষক সৌরভ কুমার বলেন, “মুখ্যমন্ত্রী যা বলার আগে থেকেই আমরা আসছিলাম স্কুলে। এখন মুখ্যমন্ত্রী ভলেন্টিয়ারি সার্ভিসে আসতে বলার পরও আমরা আছি। তবে আমাদের মাইনে যেন বন্ধ না হয়। আমরা কী ভাবে সংসার চালাব?” তাঁর আর্জি, “আমরা যেহেতু সম্মানের সঙ্গে কাজ করেছি, সেই সম্মান যেন ফেরত পাই। যে দোষ করেছে, তাকেই শাস্তি দেওয়া হোক।”
advertisement
একইভাবে দেবদত্তা বৈদ্য জানান, “ছাত্রদের ভালোবেসে আমি পড়াতে আসছি। মুখ্যমন্ত্রী আছেন, এটা শুনে ভাল লেগেছে। এটা আমাদের কাছে একটা ইতিবাচক বার্তা।”
স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কোনও লিখিত নির্দেশ আসেনি। তবে শিক্ষক-শিক্ষিকাদের এই নিঃস্বার্থ উপস্থিতিই শিক্ষার ভবিষ্যৎকে বাঁচিয়ে রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কী ভাবে সংসার চালাব?' চাকরি বাতিল হলেও রিষড়া বিদ্যাপীঠে হাজির শিক্ষকরা, বেতন কি মিলবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement