advertisement

লেটেস্ট কলকাতার খবর

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তিলোত্তমা। ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই শহর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এই শহরেরই আরেক নাম সিটি অফ জয়। একটা সময় কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ইতিহাস বলছে এই শহরই ছিল সেই সময় ব্রিটিশদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। কলকাতা থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলি শাসন করত ব্রিটিশরা। দেশের প্রাচীনতম চিড়িয়াখানা থেকে শুরু করে জাদুঘর সবই রয়েছে এই শহর কলকাতায় ৷ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে এই শহরে। খেলা পাগল বাঙালি। এই শহরের গর্ব ইডেন গার্ডেন্স। অন্যদিকে এই শহরেই রয়েছে সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গন। এশিয়ার প্রাচীনতম ট্রাম লাইন রয়েছে কলকাতায়। এই শহরে একটা সময় হাতে টানা রিকশা দেখা যেত। আজ তা প্রায় বাতিলের খাতায়। ভারতের প্রাচীন বন্দরগুলির মধ্যে অন্যতম খিদিরপুর পোর্ট রয়েছে এই শহরে। একটা সময় এই বন্দর ছিল ব্রিটিশ বাণিজ্যের প্রাণ কেন্দ্র। এই শহরের গলি থেকে রাজপথ নানান ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা আজও শুধু ভারতীয় নয় বিশ্বের অনেক মানুষকেই টেনে নিয়ে আসে। কথায় আছে মুম্বই কখনও ঘুমায় না। তাহলে কলকাতা কিন্তু কখনই ক্লান্ত হয় না। কলকাতায় আনন্দ শেষ হয় না। দেশের যে কোনও শহর থেকেই রেল, বিমান এবং সড়কপথে কলকাতায় আসা সম্ভব ৷ হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনের পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এই শহরে ৷

দেবের পরে মিমি! SIR- শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী

দেবের পরে মিমি! SIR- শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী

এসআইআরে এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে।

আরও পড়ুন কলকাতা

আরও ওয়েব স্টোরিজ দেখুন
বাংলা খবর/
কলকাতা
advertisement
advertisement
advertisement
advertisement