Recruitment 2022 : ব্যাঙ্ক থেকে রেল, রইল এই সপ্তাহের সেরা চাকরির হদিশ! আবেদন পাঠান এখনই

Last Updated:

Recruitment 2022 : রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে আইআরসিটিসি সহ আরও নানা চাকরির সুযোগ রয়েছে।

যে সকল প্রার্থীরা সরকারি বা বেসরকারি চাকরির প্রস্ততি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর! এই সপ্তাহের চাকরির বিজ্ঞাপনে রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে আইআরসিটিসি সহ আরও নানাচাকরির সুযোগ রয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২২: সম্প্রতি সাউদার্ন রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউদার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: অ্যাপ্রেন্টিস
advertisement
শূন্যপদের সংখ্যা: ১৩৪৩টি
অফিসিয়াল ওয়েবসাইট: sr.indianrailways.gov.in
advertisement
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক https://www.india.com/education/southern-railway-apprentice-recruitment-2022-notification-pdf-for-1343-posts-check-eligibililty-selection-application-link-at-sr-indianrailways-gov-in-railway-bharti-sarkari-naukri-5670231/ করে দেখতে পারেন।
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২২: সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৪৭
আবেদনের যোগ্যতা: পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে বসবাসকারী প্রার্থীরা আবেদনের যোগ্য
অফিসিয়াল ওয়েবসাইট: aai.aero
আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/aai-recruitment-2022-job-notification-check-vacancy-eligibility-selection-at-aai-aero-airports-authority-of-india-naukri-jobs-5666673/ করে দেখতে পারেন।
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা ২০২২: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফে এক বিজ্ঞপ্তি জারি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার এবং অন্যান্য
অফিসিয়াল ওয়েবসাইট: BANKOFBARODA.CO.IN
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/bank-of-baroda-bob-recruitment-application-form-notification-last-date-vacancy-at-bankofbaroda-co-in-banking-bank-bharti-jobs-5664806/ করে দেখতে পারেন।
ইউকো ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: ইউকো ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি সিকিউরিটি অফিসার পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: সিকিউরিটি অফিসার
অফিসিয়াল ওয়েবসাইট: UCOBANK.COM
আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/uco-bank-recruitment-2022-notification-check-application-form-salary-eligibility-at-ucobank-com-banking-jobs-employment-news-uco-bank-bharti-5651416/ করে দেখতে পারেন।
নৈনিতাল ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: নৈনিতাল ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নৈনিতাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেনি
শূন্যপদের সংখ্যা: ৪০টি
অফিসিয়াল ওয়েবসাইট: NAINITALBANK.CO.IN
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/nainital-bank-management-trainees-recruitment-2022-notification-salary-application-form-last-date-at-nainitalbank-co-in-bank-bharti-sarkari-naukri-banking-5687506/ করে দেখতে পারেন।
কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২২: কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি মেডিকেল একজিকিউটিভ পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: মেডিকেল একজিকিউটিভ
অফিসিয়াল ওয়েবসাইট: COALINDIA.IN
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/coal-india-limited-cil-medical-executives-recruitment-2022-notification-application-form-salary-at-coalindia-in-bccl-bharti-jobs-5687272/ করে দেখতে পারেন।
আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২২: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্রেন্টিস ট্রেনি
অফিসিয়াল ওয়েবসাইট: APPRENTICESHIPINDIA.GOV.IN এবং IRCTC.COM
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/irctc-computer-operator-and-programming-assistant-copa-apprentice-trainees-recruitment-2022-notification-at-e-irctc-com-check-eligibility-selection-last-date-at-apprenticeshipindia-in-irctc-bharti-na-5680473/ করে দেখতে পারেন।
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২২: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে এক বিজ্ঞপ্তি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পদের নাম: প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর
অফিসিয়াল ওয়েবসাইট: NCERT.NIC.IN
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর, ২০২২
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://www.india.com/education/ncert-recruitment-2022-notification-application-link-vacancy-salary-eligibility-criteria-at-ncert-nic-in-naukri-ncert-jobs-5679197/ করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022 : ব্যাঙ্ক থেকে রেল, রইল এই সপ্তাহের সেরা চাকরির হদিশ! আবেদন পাঠান এখনই
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement