মেক্সিকোর বারে ১২ জনকে গুলি করে হত্যা! ঘটনায় আতঙ্কিত দেশ
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Mexico News : স্থানীয় পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে একটি সশস্ত্র দল ইরাপুয়াতো শহরের বারে প্রবেশ করে এবং গ্রাহক ও কর্মীদের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে
#মেক্সিকো: শনিবার মধ্য মেক্সিকোতে একটি বারে গুলিতে ১২ জনের মৃত্যু হয়। শিল্প রাজ্য গুয়ানাজুয়াতো দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বিরোধের পরিণতি এই ঘটনা। সান্তা রোসা ডি লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, এই দুই দল মাদক পাচার এবং জ্বালানি চুরির পাশাপাশি অন্যান্য অপরাধের জন্য পরিচিত৷
স্থানীয় পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে একটি সশস্ত্র দল ইরাপুয়াতো শহরের বারে প্রবেশ করে এবং গ্রাহক ও কর্মীদের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে হামলা শুরু হয়। অন্তত ৬ জন পুরুষ ও ৬ জন মহিলা মৃত বলে অভিযোগ। অন্য তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি বলেই অভিযোগ।
advertisement
আরও পড়ুন: শহর থেকে একটু দূরে উইকেন্ড ডেস্টিনেশন
advertisement
একজন নিহতের মৃতদেহ একটি মোটরসাইকেলের পাশে পাওয়া গিয়েছে। বাকি নিহতদের বারের ভেতরে পাওয়া গেছে, পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশ, সেনাবাহিনী, প্রসিকিউটর অফিস এবং ন্যাশনাল গার্ড দ্বারা হামলাকারীদের খোঁজা চলছে, পৌর সরকার জানিয়েছে।
প্রসঙ্গত, এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাজুয়াতোতে এটি দ্বিতীয় গণ গুলির ঘটনা। সেপ্টেম্বরে, সশস্ত্র হামলাকারীরা রাজ্যের তারিমোরো পৌরসভার একটি পুল হলে ১০ জনকে খুন করেছিল।
advertisement
আরও পড়ুন: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা এই বলিসুন্দরীরা
এই মাসের শুরুর দিকে টাউন হলে মেয়র সহ ২০ জনের গণহত্যা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই অঞ্চলে ২,১১৫টি খুন হয়েছে দেশে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 10:12 PM IST