'চারজনেই মরব, ৩০০ স্পিড দে', হাইওয়েতে ঝড়ের গতিতে বিএলডাবলু গাড়ি চলে গেল ট্রাকের তলায়

Last Updated:

UP accident : গাড়িটি চলছিল ২৩০কিমি গতিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের

'#লখনউ: শুক্রবার উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি কন্টেইনার ট্রাক ধাক্কা দেয় বিএমডব্লিউ গাড়িকে। গাড়িটি চলছিল ২৩০কিমি গতিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হালিয়াপুর থানার অন্তর্গত এক্সপ্রেসওয়েতে বিপরীত দিক থেকে আসা গাড়িটি সুলতানপুর থেকে আসা বিএমডব্লিউটির সঙ্গে ধাক্কা মারে।
advertisement
সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়ির ইঞ্জিন এবং চারজন আরোহী উড়ে গিয়ে কিছু দূরে পড়ে, এমনটাই জানান কর্মকর্তা। ঘটনার ঠিক আগেই একটি ফেসবুক লাইভ করছিল একজন, সেইখানে স্পিডমিটারটা দেখানো হয়েছিল। স্পিড ক্রমশ বাড়ছে ২০০... ২০১.. ২০১৪, ১৫, ১৬... পাশ থেকে বলে চলেছে অপর জন, চালিয়ে যাও চালিয়ে যাও। স্পিডমিটারে স্পিড ওঠে ১৩০ কিমি পর্যন্ত। আরেক ভিডিওতে শোনা যায়, "চারজনেই মরব... ২০০... ১৭০... চল চল ৩০০-এ দে..."
advertisement
পুলিশ এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (ইউপিইআইডিএ) আধিকারিকরা শীঘ্রই ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন।
জেলা ম্যাজিস্ট্রেট রবিশ কুমার এবং সুপারিনটেনডেন্ট পি সৌমেন বর্মা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে এসডিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মৃতদের নাম আনন্দ প্রকাশ (৩৫), বিহারের ডেহরির বাসিন্দা, অখিলেশ সিং (৩৫) এবং দীপক কুমার (৩৭), দুজনেই বিহারের আওরঙ্গাবাদের বাসিন্দা, চতুর্থ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে, ডিএম জানিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারী বৃষ্টির পরে এক্সপ্রেসওয়েতে ৫ ফুট গভীর এবং ১৫ ফুট চওড়া গর্তে একটি গাড়ি আটকে যায়। পূর্ব উত্তরপ্রদেশের গাজিপুর জেলার সঙ্গে লখনউকে সংযোগকারী এক্সপ্রেসওয়েটি ফেব্রুয়ারি-মার্চ মাসে বিধানসভা নির্বাচনের আগে, ২০২১-এর নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
'চারজনেই মরব, ৩০০ স্পিড দে', হাইওয়েতে ঝড়ের গতিতে বিএলডাবলু গাড়ি চলে গেল ট্রাকের তলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement