NIA Recruitment 2023: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদে জানুন
- Published by:Anulekha Kar
- trending desk
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি |
পদের নাম | ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ |
শূন্যপদের সংখ্যা | ১০ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯.০৫.২০২৩ |
advertisement
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের প্রাথমিক ভাবে ৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
প্রার্থীরা সর্বোচ্চ ৫৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
প্রার্থীদের পে স্কেল ১০ অনুযায়ী মাসিক ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা বেতন দেওয়া হবে।
advertisement
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে কর্মরত অফিসার
প্যারেন্ট ক্যাডার বা সমতুল্য বিভাগে গ্রেড পে ৪৮০০ টাকা বা সমতুল্য পে ব্যান্ড ২ অনুযায়ী নিয়মিত ৩ বছরের পরিষেবা দিয়েছেন
বা
advertisement
প্যারেন্ট ক্যাডার বা সমতুল্য বিভাগে গ্রেড পে ৪৬০০ টাকা বা সমতুল্য পে ব্যান্ড ২ অনুযায়ী নিয়মিত ২ বছরের পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ক্রিমিনাল কেস বা অ্যান্টি-টেররিস্ট কেসে ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
ইন্ডিয়ান ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রের হার্ড কপি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘SP(Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003’।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 9:59 PM IST