Job News: মাসে ভাতা ৩০ হাজার টাকা, বড় সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! এখনই আবেদন করুন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Job News: যারা আবেদন করবেন তাদের মেধা, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অথবা সমতুল্য বিষয়ে জ্ঞানের ভিত্তিতে নির্বাচন করে নেওয়া হবে।
পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টার্নশিপ করানহবে। এই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদার্থবিদ্যা বিভাগের পক্ষ থেকে ‘কস্ট এফিশিয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জিএনএসএস অ্যান্ড নেভিক’ নামের ইন্টার্নশিপটি পাঁচ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।
যারা আবেদন করবেন তাদের মেধা, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অথবা সমতুল্য বিষয়ে জ্ঞানের ভিত্তিতে নির্বাচন করে নেওয়া হবে। যারা নিযুক্ত হবেন তারা প্রতি মাসে ৩০,০০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। ইন্টার্নশিপ চলাকালীন যারা নিযুক্ত হবেন তাদের কম খরচে অ্যাপ্লিকেশন তৈরি করার কৌশল, স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করার মতআরও বহু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে অ্যাসাইনমেন্ট কিংবা কিছু কাজের মাধ্যমে ইন্টার্নদের মেধার মূল্যায়ন করা হবে।
advertisement
advertisement
ইন্টার্নশিপ শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন।এই ইন্টার্নশিপটি প্রোগ্রাম অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোর্ড (এসইআরবি) এর ‘অ্যাক্সেলারেট বিজ্ঞান’ এর অধীনে আয়োজন করা হয়েছে। মোট পাঁচ জনকে এই ইন্টার্নশিপের জন্য নির্বাচন করে নেওয়া হবে। উপরিউক্ত ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, জিওস্পেশিয়াল টেকনোলজির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
advertisement
২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু হওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে । তাই যারা এই বিষয়ে আগ্রহী রয়েছেন তাদের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তাদের অনলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্বাচন করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে।
advertisement
—- বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 8:35 PM IST