Primary Scam: ৫৮০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ-তালিকা কোথায়? 'বিস্তর দুর্নীতি', হাইকোর্টের বড় নির্দেশ!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Primary Scam: এদিনের শুনানিতে বিচারপতি বলেন, 'অনেক বঞ্চিত বেকার যুবক অপেক্ষায় রয়েছেন। তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
কলকাতা: ৫৮০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ-তালিকা কোথায়? নিয়োগ-তালিকার বাইরে নিয়োগ সংখ্যা কত? হলফনামা দিতে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিকে ২০১৬ ও ২০২০, দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল নিয়ে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৭ ডিসেম্বরের মধ্যে হলফনামা দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা’র। প্রাথমিক ২০১৬ ও ২০২০, দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ চায় হাইকোর্ট।
‘সম্পূর্ণ প্যানেল প্রকাশ হলেই জটিলতা কাটবে। দুর্নীতির আন্দাজ করা যাবে। ২৮/১১/২২ প্রকাশিত প্যানেল আইন মেনে হয়নি।’ – মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা’র। ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় ৪২০০০ প্রাথমিক শিক্ষক এবং ২০২০ নিয়োগ প্রক্রিয়ায় ১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় রাজ্যে। ১২ ডিসেম্বর পরবর্তী শুনানি।
advertisement
advertisement
এদিনের শুনানিতে বিচারপতি বলেন, ‘অনেক বঞ্চিত বেকার যুবক অপেক্ষায় রয়েছেন। তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একটা দিন যাওয়া মানে তাদের সম্ভাব্য সার্ভিস জীবনের ১ দিন নষ্ট হওয়া। এছাড়া একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 5:52 PM IST