TMC Mla CBI Raid: তৃণমূল বিধায়কের বাড়িতে টাকার পাহাড়?সিবিআই-এর হাতে এল একটি ব্যাগ! চক্ষু চড়কগাছ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC Mla CBi Raid: জানা গিয়েছে, বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে জাফিকুলের বাড়ির শৌচাগার থেকে।
ডোমকল: বৃহস্পতিবার ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সেই হানা দেওয়ার পর তৃণমূল বিধায়কের বাড়িতে বিকেলে টাকা গোনার মেশিন নিয়ে গিয়েছেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে জাফিকুলের বাড়ির শৌচাগার থেকে। তদন্তকারীদের একটি অংশের সূত্রে দাবি, বিধায়কের শোওয়ার ঘরেও তল্লাশি অভিযান চলছে। সেখান থেকেও প্রচুর টাকা মিলতে পারে বলেই দাবি সিবিআইয়ের ওই সূত্রের।
মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি অভিযান প্রাথমিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেই টাকা উদ্ধার হয়েছে রটানো সেই টাকা আসলে কিসের টাকা তার সত্যতা দেখুক। ব্যবসা-বাণিজ্যেরও টাকা হতে পারে।
advertisement
advertisement
বৃহস্পতিবার সকাল থেকেই জাফিকুলের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। বিধায়ক বর্তমানে বিধানসভার অধিবেশনের জন্য কলকাতায় রয়েছেন। সিবিআই কর্তারা জাফিকুলের বাড়িতে ঢুকতেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ির গোটা চত্বর ঘিরে ফেলা হয়। এর পর দুপুর নাগাদ নিয়ে আসা হয় টাকা গোনার যন্ত্র।
advertisement
এর আগে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের অফিসে ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। সিবিআই ঘণ্টার পর ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, কয়েকটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ব্যাগ খুলতেই চোখ কপালে। সেই ব্যাগের মধ্য়ে রাখা হয়েছে লক্ষ লক্ষ টাকা। এরপরই সিবিআই সেই টাকার উৎস সম্পর্কে জানার চেষ্টা করছে সিবিআই।
advertisement
ডোমকলের বিধায়ক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমি কলকাতায় রয়েছি। বাড়ির লোকজনকে সবরকম সহযোগিতা করার জন্য় বলেছি। তবে শিক্ষা দুর্নীতির সঙ্গে কোনওভাবেই আমি যুক্ত নই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Mla CBI Raid: তৃণমূল বিধায়কের বাড়িতে টাকার পাহাড়?সিবিআই-এর হাতে এল একটি ব্যাগ! চক্ষু চড়কগাছ