Birbhum News: সরকারি চাকরির স্বপ্ন? আছে বড় সুযোগ, শূন‍্যপদ থেকে বেতন, জেনে নিন বিস্তারিত

Last Updated:

একাধিক শূন্যপদে কাজের সুযোগ রয়েছে বীরভূম জেলায়। কোন পদে কারা নিয়োগ হবেন,জানুন বিস্তারিত।

সরকারি চাকরির স্বপ্ন? আছে বড় সুযোগ, শূন‍্যপদ থেকে বেতন, জেনে নিন বিস্তারিত
সরকারি চাকরির স্বপ্ন? আছে বড় সুযোগ, শূন‍্যপদ থেকে বেতন, জেনে নিন বিস্তারিত
বীরভূম: বীরভূম জেলার মধ্যেই রয়েছে কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই বিজ্ঞপ্তিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ প্রশিক্ষক নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ১৯টি। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ১২ জন মহিলাকে নেওয়া হবে। আয়ুষ বিভাগের অধীনে কাজ করতে হবে যোগ প্রশিক্ষকদের।
advertisement
advertisement
পুরুষদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন হবে আট হাজার টাকা। তাঁদের মাসে মোট ৩২টি সেশন নিতে হবে। অন্য দিকে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া দরকার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি (ডব্লুসিওয়াইএন) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কোর্সের শংসাপত্র থাকা দরকার।
advertisement
ডব্লুসিওয়াইএন-এর অধীনে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। প্রার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বাকি অন্যান্য যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে । প্রার্থীকে প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। আবেদনের জন্য রেজিস্ট্রেশন এবং টাকা জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জানুয়ারি ২০২৪।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Birbhum News: সরকারি চাকরির স্বপ্ন? আছে বড় সুযোগ, শূন‍্যপদ থেকে বেতন, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement