Government Job: বছর শেষে সরকারি চাকরির দারুণ সুযোগ, স্বাস্থ্য দফতরে একাধিক শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Government Job: মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মুর্শিদাবাদ: চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর দিল স্বাস্থ্য দফতর। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে। কিছু দিন আগেই সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইট এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে।
কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে ১৩,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত। তবে স্পেশ্যালিস্ট পদে নিযুক্তদের দৈনিক ৩০০০ টাকা সাম্মানিকে সপ্তাহে তিন দিন কাজ করতে হবে। পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের প্রথমে জেলার প্রশাসনিক ওয়েবসাইট বা স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
advertisement
আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসের বগিতে ব্যাগ ভর্তি এ সব কী? মারাত্মক কাণ্ড এনজেপিতে!
আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি দেখে নিতে হবে। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হবে সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার এবং নিউট্রিশনিস্ট পদে।
advertisement
advertisement
আরও পড়ুন: আচমকা রাতে ঘুম ভাঙছে, পায়ের পেশিতে মারাত্মক টান? অবহেলা করলে বিরাট ক্ষতি!
মোট শূন্যপদ রয়েছে ৪৫টি। স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে আবেদনের বয়সের সীমা ৬৭ বছর। বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পদগুলিতে প্রাথমিক ভাবে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কর্মী নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।
advertisement
কৌশিক অধিকারী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 5:52 PM IST