Google: Google-এ চাকরি পেতে চান? বায়োডাটা বানান এইভাবে, সঠিক উপায় শেখালেন গুগলের প্রাক্তন কর্মী

Last Updated:

Google এ চাকরি পাওয়া সহজ নয়৷ কিন্তু এই সংস্থাতেও চাকরি পাওয়ার সহজ রাস্তা আছে৷ গুগলের এক প্রাক্তন কর্মী জানালেন বায়োডাটা কেমন হলে গুগলে সহজে চাকরি পাওয়া সম্ভব৷

Google-এ চাকরি পেতে চান? বায়োডাটা বানান এইভাবে, সঠিক উপায় শেখালেন গুগলের প্রাক্তন কর্মী
Google-এ চাকরি পেতে চান? বায়োডাটা বানান এইভাবে, সঠিক উপায় শেখালেন গুগলের প্রাক্তন কর্মী
বিশ্বের অন্যতম নামী সংস্থা Google-এ চাকরি পাওয়া অনেকের কাছেই স্বপ্ন৷ প্রতিনিয়ত বহু চেষ্টা করে চলেছেন এই চাকরির জন্য৷ Google এ চাকরি পাওয়া সহজ নয়৷ কিন্তু এই সংস্থাতেও চাকরি পাওয়ার সহজ রাস্তা আছে৷ গুগলের এক প্রাক্তন কর্মী জানালেন বায়োডাটা কেমন হলে গুগলে সহজে চাকরি পাওয়া সম্ভব৷
চাকরির জন্য যাঁরা চেষ্টা চালাচ্ছেন তাঁরা সকলেই বায়োডাটার মর্ম খুব ভাল করে বোঝেন৷ যে কোনও প্রতিষ্ঠানে প্রার্থীর প্রথম পরিচয় হিসেবে যায় বায়োডাটা৷ তাই বায়োডাটা সঠিক হওয়া অত্যন্ত আবশ্যক৷ বিশেষত গুগলের মতো নামী সংস্থায় চাকরির জন্য বায়োডাটা সঠিক হওয়া ভীষণ জরুরি৷ গুগলের প্রাক্তন কর্মী নোলান চার্চ শেখালেন কেমন হওয়া বায়োডাটা, গুগলে চাকরি পাওয়ার জন্য৷
advertisement
advertisement
বায়োডাটাতে খুব বেশি লেখা যাবে না৷ কোনও বড় প্যারাগ্রাফ লিখে লাভ নেই৷ তথ্য নির্ভর হতে হবে৷ লেখার সময় একেবারে কম শব্দে সব তথ্য দিয়ে টানটান লেখা লিখতে হবে৷ ভাল RESUME তৈরি করার জন্য ChatGPT বা Grammarly- এই দুই টুলের সাহায্য নেওয়া যায় বলেও জানিয়েছেন নোলান চার্চ। শুধু ডিগ্রি থাকলেই চলবে না, এইসমস্ত বিষয়ও মাথায় রাখতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Google: Google-এ চাকরি পেতে চান? বায়োডাটা বানান এইভাবে, সঠিক উপায় শেখালেন গুগলের প্রাক্তন কর্মী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement