EPFO Recruitment 2022: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চাকরি, কারা আবেদন করতে পারবেন?
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে অডিট আধিকারিক পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময় সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র-সহ প্রার্থীদের এই ঠিকানায় পাঠাতে হবে—
Mohammad Shariq, Regional Provident Fund Commissioner (HRM), Bhavishya Nidhi Bhawan, 14 Bhikaji Cama Place, New Delhi- 110066
advertisement
শুধুমাত্র অফলাইন মোডে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে।
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন |
পদের নাম | ডেপুটেশনের ভিত্তিতে অডিট আধিকারিক |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | ১৭-১০-২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে |
advertisement
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
ডেপুটেশনের সময়কাল সাধারণত তিন বছরের বেশি হবে না। যে সকল আধিকারিকের বেতন এবং ভাতা জিপিএফ-সহ কেন্দ্রীয় সরকারের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে৷
যদি কোনও নির্বাচিত আধিকারিক ডেপুটেশনের দুই বছর পূর্ণ হওয়ার আগে চাকরি থেকে অব্যাহতি চান তবে চাকরি ত্যাগের পূর্বে তাদের কোনও ট্রান্সফার টিএ/ডিএ দেওয়া হবে না।
advertisement
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
ডেপুটেশনের মাধ্যমে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা আবেদন প্রাপ্তির তারিখ অনুযায়ী ৫৬ বছরের মধ্যে হতে হবে।
ইপিএফও রিক্রুটমেন্ট ২০২২: বেতন
পে ম্যাট্রিক্সের লেভেল-৮
Location :
First Published :
October 20, 2022 11:46 PM IST