CCI Recruitment 2022: কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনে প্রচুর নিয়োগ, জেনে নিন বিস্তারিত
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে ল, ইকোনমিক্স, পাবলিকেশন ইত্যাদি ক্ষেত্রে ইয়াং প্রফেশনাল/ স্পেশালিস্ট পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময় সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় নথি ও শংসাপত্র-সহ প্রার্থীদের এই ঠিকানায় পাঠাতে হবে—
Deputy Director (HR), H.R. Division, Competition Commission of India, 8th Floor, Office Block–1, Kidwai Nagar (East), New Delhi – 110023
advertisement
অসম্পূর্ণ আবেদনপত্র এবং নির্দিষ্ট সময় বা তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে জানতে পারেন।
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া |
পদের নাম | ইয়াং প্রফেশনাল/ স্পেশালিস্ট |
শূন্যপদের সংখ্যা | ৭ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫-১০-২০২২ |
advertisement
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
মেয়াদকাল ১ বছর যা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাড়ানো যেতে পারে।
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: বেতন
ইয়ং প্রফেশনাল, জিডি-১– ৬০০০০ টাকা
ইয়ং প্রফেশনাল, জিডি-২- ৮০০০০ টাকা
স্পেশালিস্ট- ১০৫০০০ টাকা
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ভারতের বার কাউন্সিল দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এলএলবি ডিগ্রি বা সমতূল্য যোগ্যতা।
advertisement
অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১-এর পরিপ্রেক্ষিতে ভারতের যে কোনও স্টেট বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম রেজিস্টার থাকতে হবে।
সিসিআই রিক্রুটমেন্ট ২০২২: কাজের অভিজ্ঞতা
সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বা অন্য কোনও আদালত বা ট্রাইব্যুনাল বা অনুরূপ কোনও ফোরামে আইনি কাজের অভিজ্ঞতা।
advertisement
ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বা ইনস্টিটিউটে ল-এর প্রফেসার/রিডার/লেকচারার পদে কাজের অভিজ্ঞতা।
Location :
First Published :
October 20, 2022 9:17 PM IST