Jalpaiguri News: খরস্রোতা নদীতে ভেসে যাচ্ছিল গণ্ডার শাবক, জীবন বাজি রেখে বাঁচালেন বনকর্মীরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: মায়ের সঙ্গে ঘাস খেতে খেতে নদীতে পড়ে যায় গণ্ডার শাবক। তারপরের ঘটনা অবিশ্বাস্য।
জলপাইগুড়ি: খরস্রোতা জলঢাকা নদীতে ভেসে যাওয়া গন্ডার শাবককে উদ্ধার করলেন বনকর্মীরা। বনবিভাগ সূত্রে পাওয়া খবরে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গরুমারা সাউথ রেঞ্জে জলঢাকা নদী ঘেঁসে থাকা জঙ্গলের ভিতর মায়ের সঙ্গে ঘাস খাচ্ছিল শাবকটি।
হটাৎ নদীতে পড়ে যায় শাবকটি। স্থানীয় লোকজনের চিৎকারে ছুটে আসেন বনবিভাগের টহলরত কর্মীরা। গণ্ডার শাবকটিকে ভেসে যেতে দেখেই নিজেদের জীবনের পরোয়া না করেই খরস্রোতা নদী থেকে গণ্ডার শাবকটিকে উদ্ধারের কাজ শুরু করে। শেষমেশ বন দফতর খুনিয়া স্কোয়াডের কর্মীদের তৎপরতায় গণ্ডার শাবকটিকে অনেকটা দূরের নথুয়ার চর এলাকা থেকে উদ্ধার করতে সমর্থ হন বনকর্মীরা।
advertisement
advertisement
উদ্ধার হওয়া শাবকআরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে এ কী দৃশ্য! তরুণীর অর্ধনগ্ন রক্তমাখা লাশে ভিন ভিন করছে মাছি
উদ্ধারের পর শাবকটিকে তার মায়ের কাছে ফেরানোর কাজ শুরু করে। স্থানীয় মানুষের কাছ থেকে জানা গিয়েছে, সঠিক সময়ে নিজেদের জীবন বিপন্ন করে বন দফতরের কর্মীদের তৎপরতার জন্যই খরস্রোতা নদীতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা গেল গণ্ডার শাবকটিকে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 5:09 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: খরস্রোতা নদীতে ভেসে যাচ্ছিল গণ্ডার শাবক, জীবন বাজি রেখে বাঁচালেন বনকর্মীরা

