Kolkata Accident CM Mamata Banerjee: বেহালাকাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী, ফোন মুখ্যসচিব-নগরপালকে! লরির চালক ধরা পড়ল বহু দূরে

Last Updated:

Kolkata Accident CM Mamata Banerjee: বেহালার দুর্ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রিপোর্ট তলব মুখ্যসচিবের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ বেহালা। মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার। নাম সৌরনীল সরকার, বয়স ৭। দুর্ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। নগরপালের সঙ্গে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যসচিব। তাঁকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘাতক লরিচালককে গ্রেফতার করা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা থেকে। বেহালার ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থা বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের মাথায় আঘাত লাগে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলের মধ্যে ফাটল কাঁদানে গ্যাসের সেল? তীব্র আতঙ্কে পড়ুয়ারা! গাল ফুটো হল মহিলার
রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে স্কুলে পৌঁছেছেন স্কুল শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মৃত পড়ুয়ার বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে যাবেন ঘটনাস্থলে। কলকাতা পুলিশ রাজ্যপালকে পরে আসার অনুরোধ করেছে।
advertisement
আরও পড়ুন: বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ছোট্ট পড়ুয়ার! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও
মৃত শিশু সৌরনীল সরকারের বাবা সরোজ কুমার সরকার আপাতত স্থিতিশীল রয়েছেন। এক্সরে হয়েছে, হাতে স্টিচ করা হয়েছে। ট্রমার মধ্যে রয়েছেন তিনি। বাচ্চার বাবার বয়ান রেকর্ড করা হচ্ছে। জয়েন্ট সিপি ট্রাফিক রয়েছেন এসএসকেএম-এ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Accident CM Mamata Banerjee: বেহালাকাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী, ফোন মুখ্যসচিব-নগরপালকে! লরির চালক ধরা পড়ল বহু দূরে
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement