জলপাইগুড়ি: রাতভর মুষলধারায় বৃষ্টির জেরে ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টির জেরে করলা নদীর জল উপচে পড়েছে। পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই হাঁটু সমান জল। কোথাও আরও বেশি জল জমেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বিভিন্ন ওয়ার্ড জলে ডুবে রয়েছে। জলে ভাসছে জলপাইগুড়ি শহরের একটি বড় অংশ। শহরের পান্ডাপাড়া, মহামায়াপাড়া, অশোকনগর, চুনিলাল রোড, কংগ্রেসপাড়া, সার্ফ মোড়, নিউটাউনপাড়া, সেনপাড়া, রবীন্দ্রনগর সহ সর্বত্রই শুধু জল আর জল। এইসব এলাকায় মানুষের ঘরেও জল ঢুকেছে। সোমবার সকাল থেকেও বৃষ্টির কোনও বিরাম নেই। এজন্য জলমগ্ন এলাকার মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জলস্তর বেড়েছে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলা করলা নদীতে। জলপাইগুড়ি শহরের বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এইসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সবমিলিয়ে ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে জলপাইগুড়িতে। স্থানীয় বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় এক হাঁটু সমান জল জমেছে। রাতভর টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কদমতলায়। গত কয়েক বছরে এমন দৃশ্য দেখা যায়নি। জলমগ্ন হয়েছে কদমতলা বাসস্ট্যান্ড এলাকাও।এর ফলে একরকম স্তব্ধ হয়ে রয়েছে জলপাইগুড়ি শহর। এমনিতেই কমবেশি জল জমেছে শহরের ২৫টি ওয়ার্ডে। সারা রাতের বৃষ্টিতে শহরের জনজীবন অনেকটাই ব্যাহত হচ্ছে। তবে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় এক হাঁটু সমান জল জমে যাওয়ায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সোমবার থেকে স্কুল খুলে যাওয়ায় সমস্যায় পড়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আগে থেকেই পূর্বাভাস ছিলো, রবিবার ভোর রাত থেকে চলা বৃষ্টিতে ডুবলো দুই তিন নম্বর এলাকার বস্তিবাসীরা।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে স্কুল পড়ুয়ারাসোমবার সকালে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দুই তিন নম্বর রেলগেট জলে থৈ থৈ। আর এতেই চরম অসুবিধার মধ্যে বিপদের ঝুকি নিয়ে সপ্তাহের প্রথম দিনের যাত্রা শুরু করতে হচ্ছে সাধারণ নাগরিকদের।পাশাপাশি পথ চলতি মানুষের ক্ষোভ,সংবাদ মাধ্যমের সামনে সেই ক্ষোভ উগরে বলেন,জলে ডুবে গেছে শহর, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলুন। আবার জল উঠতেই রাস্তায় নামল পৌরসভা।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে বাঁধে ফাটল! চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দেরবিভিন্ন ওয়ার্ডে ঘুরে পরিস্থিতি দেখলেন পৌরসভার পৌর ইন কাউন্সিলর সরূপ মন্ডল। তিনি মানুষ কে সাবধানে থাকার কথা বলেন। পাশাপাশি তাদের যেকোন বিপদে থাকবেন এমন টাই বললেন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে পানডা পাড়ার বিস্তারিত জায়গায়। গতকাল রাতের থেকে ভারী বৃষ্টি হওয়ায় এসব এলাকায় জল জমেছে।তাই সকাল থেকেই সেই সব জায়গায় পরিদর্শন করলেন পৌরসভার কাউন্সিলররা।
Geetashree Mukherjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Rainfall, Jalpaiguri