Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছন্নছাড়া গোটা গ্রাম, সবাই ছুটল হাসপাতালে

Last Updated:

সকলেই বেশ তৃপ্তি করে খাবার খান। কিন্তু পরেরদিন বেলা বাড়তেই ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করা সকলের বমি-পায়খানা শুরু হয়। কিছুতেই বমি পায়খানা না থামায় একে একে সকলকে হাসপাতালে ভর্তি করতে হয়।

জলপাইগুড়ি: বৃদ্ধের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে চোব্য চোষ্য লেহ্য পেও খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল গ্রামের ৩০-৪০ জনকে। মালবাজারের ঘটনা। চিকিৎসকদের অনুমান, সম্ভবত অতিরিক্ত গরম ও খাদ্যের বিষক্রিয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হতে হলেও কারও প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরেই ডুয়ার্সে মাত্রা ছাড়া গরম পড়েছে। সেখানে টানা এমন গরম সাম্প্রতিককালে দেখা যায়নি। এর‌ইমধ্যে মালবাজারের রাজাডাঙা গ্রামের প্রদীপ রায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। তাঁর বাবা অনন্ত রায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। গ্রামবাসী ও আত্মীয়স্বজন মিলে প্রায় ৪০-৪৫ জন রাতে খাওয়া দাওয়া করেন। জানা গিয়েছে, আয়োজন ভালই ছিল সকলেই বেশ তৃপ্তি করে খাবার খান। কিন্তু পরেরদিন বেলা বাড়তেই ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করা সকলের বমি-পায়খানা শুরু হয়। কিছুতেই বমি পায়খানা না থামায় একে একে সকলকে হাসপাতালে ভর্তি করতে হয়।
advertisement
advertisement
যার বাড়িতে অনুষ্ঠান ছিল সেই প্রদীপ রায়‌ও সপরিবারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও স্ত্রী ও মা সহ ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এছাড়াও বেশ কিছু মহিলা ও শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিরা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও রাজডাঙা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মোট ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে স্থানীয়দের থেকে জানা গিয়েছে।
advertisement
ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসক দীপ মজুমদার জানান, রাত থেকেই বেশ কিছুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে তিনজনের অবস্থা খারাপ থাকায় তাঁদের মালবাজারে পাঠানো হয়। তাঁর অনুমান, সম্ভবত খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছন্নছাড়া গোটা গ্রাম, সবাই ছুটল হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement