Jalpaiguri News: আশ্বাস আছে সুরাহা নেই, ছাউনির মধ্যেই চলছে স্বামী স্ত্রী'র জীবন!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পাশে রয়েছে জেলা শাসকের দফতর, অন্যদিকে পূর্ত বিভাগের অফিস, আরেকদিকে রয়েছে উচ্চ আদালতের প্রধান বিচারপতির আবাসন। কিন্তু তাদের ছাউনি কারো চোখ পড়ে না।
#জলপাইগুড়ি : পাশে রয়েছে জেলা শাসকের দফতর, অন্যদিকে পূর্ত বিভাগের অফিস, আরেকদিকে রয়েছে উচ্চ আদালতের প্রধান বিচারপতির আবাসন। কিন্তু তাদের ছাউনি কারো চোখ পড়ে না। স্বামী স্ত্রীর জীবন কেটে যাচ্ছে আগাছা ভর্তি ছাউনিতে। সঙ্গী বলতে রয়েছে কুকুর। ঘরে মধ্যে রান্না করতে হয় এবং সেখানেই ঘুমোনো ছোট্ট চৌকিতে দুজনের গুটিসুটি করে চলছে জীবন। অর্থের অভাব কোনরকম চলে সংসার। হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকতে হয়। কারণ ঘরের ছাদ ভেঙে গিয়েছে ঠ্যাকনা দেওয়া বাঁশ আর এিপল দিয়ে ।
বর্ষার সময় হাতে গামলা নিয়ে বসে থাকতে হয় কখন কোথায় জল পড়ছে সেটা দেখবার জন্য। ঐ দম্পতি জানান, বারংবার পুরসভা কে জানানোর পরও বহুবার গিয়েছি পুরসভা অফিসে, বসে থেকেছি একটা ঘরের আবেদনের জন্য। একের পর এক অজুহাত দেখি গিয়েছে পুরসভা উচ্চ পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুনঃ জলপাইগুড়ি বনদফতরের বড় সাফল্য! গাড়ি ভর্তি লাল চন্দন কাঠ উদ্ধার
এই প্রসঙ্গে জলপাইগুড়ি র ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে প্রশ্ন করলে তিনি বলেন এই বিষয়ে আমার জানা ছিল না আমি খোঁজ নিয়ে দেখবো। তাদের যদি সরকারি জমির উপরে ঘর হয় তাহলে তো সরকারি ঘর পাবে না তারা, কিন্তু আমার নিজের অর্থের টাকা দিয়ে ঘর তৈরি করে দেবো তাকে। গৌতম বাবু জানান ভোটের সময় চলে আসে ভোট চাইতে কিন্তু ভোট শেষ তারপর তাদের কাছে শুধু অপেক্ষা করে বসে থাকতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পরপর তিনবার একই ব্যাঙ্কে চুরি! তদন্তে নামল পুলিশ
তার কাছে জানা যায় সন্তানের অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। সঠিক চিকিৎসা করতে পারেননি অর্থের অভাবে। তিনি কাজ করেন জেলা শাসকের দফতরে ঠিকাদারে আওতায়। তিনি বলেন, আমার আর চাহিদা নেই ঘরের কারণ জীবনের শেষ চলে এসেছে তাদের যদি ইচ্ছা হয় দিবে না চাইতে যাব না। বারংবার গিয়েছি শুধু ঘুরে আসতে হয়।
advertisement
Surajit Dey
Location :
First Published :
October 12, 2022 3:32 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আশ্বাস আছে সুরাহা নেই, ছাউনির মধ্যেই চলছে স্বামী স্ত্রী'র জীবন!