Jalpaiguri News: জলপাইগুড়ি বনদফতরের বড় সাফল্য! গাড়ি ভর্তি লাল চন্দন কাঠ উদ্ধার

Last Updated:

ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে। এবারেও উদ্ধারস্থল সেই তেলিপাড়াই। বনদফতরের এক বিশেষ অভিয়ানে উদ্ধার হল প্রায় ৪২০ কেজি লাল চন্দন কাঠ।

+
title=

#জলপাইগুড়ি : ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা ঘটল ডুয়ার্সের বুকে। এবারেও উদ্ধারস্থল সেই তেলিপাড়াই। বনদফতরের এক বিশেষ অভিয়ানে উদ্ধার হল প্রায় ৪২০ কেজি লাল চন্দন কাঠ। গ্রেফতার হলেন ২ জন ব্যক্তি৷ সোমবার রাতে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথি ওপর একটি ছোট গাড়ি থেকে এই চন্দন কাঠ গুলি উদ্ধার করা হয়। অভিয়ান চালান বনদফতরের গরুমারা সাউথ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের বনকর্মীরা। গত ২৫শে অগাস্ট এই তেলিপাড়ার ওপর থেকে অভিয়ান চালিয়ে লাল কিছু লাল চন্দন কাঠ সহ দুই ব্যক্তিকে আটক করে ছিল বনদফতর।
বিকেলে ওই দুই আটক করা যুবক কে জিজ্ঞাসাবাদ করার পর কোচবিহার শহরের একটি মার্কেটের পরিত্যক্ত গুদামঘর থেকে প্রায় টন লাল চন্দন কাঠ উদ্ধার করে বনদফতর। এদিনের ঘটনার সঙ্গেআগের ঘটনার কোন মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদফতরের আধিকারিকরা। বনদফতরের প্রাথমিক অনুমান আগের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার মিল থাকতে পারে।
advertisement
আরও পড়ুনঃ পরপর তিনবার একই ব্যাঙ্কে চুরি! তদন্তে নামল পুলিশ
বনদফতরের সূত্রে জানা গিয়েছে, চন্দন কাঠ পাচারের খবর আগেই এসে পৌছায় বনদফতরের কাছে। জলপাইগুড়ি বন্যপ্রানী দফতরের এডিএফও জনমেজয় পালের নেতৃত্বে গরুমারা সাউজ রেঞ্জ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জ এর বনকর্মীরা দুটি দলে ভাগ হয়ে একটি দল তেলিপাড়া মোড়ে ওত পেতে বসে থাকে। অপর দলটি মালবাজার থেকে চন্দন কাঠ বোঝাই এই ছোট গাড়িটির পিছু ধাওয়া করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!
গাড়িটি তেলিপাড়া এসে পৌছালে তারা চা খেতে তেলিপাড়ায় দাঁড়ায়। ততক্ষনে তারা বোঝেনিযে তাদের কেউ পিছু ধাওয়া করছে। পাচারকারী তেলিপাড়ায় এসে গাড়ি রেখে চা খেতে গেলে দুটি টিমের বনকর্মীরা ছোট গাড়িটিকে ঘিরে ফেলে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত দুই ব্যক্তির নাম রোহিত ছেত্রী অমৃত থাপা।
advertisement
 
 
 
Surajit Dey
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ি বনদফতরের বড় সাফল্য! গাড়ি ভর্তি লাল চন্দন কাঠ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement