Jalpaiguri News: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!

Last Updated:

ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীতে রমা রায় নামের ৩৩ বছর বয়সের একজন প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের দুই মেয়ে একটি ছেলে।

#জলপাইগুড়ি : ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীতে রমা রায় নামের ৩৩ বছর বয়সের একজন প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের দুই মেয়ে একটি ছেলে। পরিবার সন্তানদের নাম রেখেছে প্রয়াস ,প্রত্যাশা ও প্রত্যুষা। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে অনেকেই ওই বাড়িতে দেখতে আসেন।
 
 
advertisement
রমা রায় জানায় আলট্রাসনোগ্রাম করে জানলাম,পেটে দুজন নয়, আছে তিনজন। প্রথমত ভয় পেয়েছিলাম, খুশিও হয়েছিলাম। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব তিনজনকে একসঙ্গে। বিয়ের বছর পর মাসে বাচ্চা জন্ম দুই লক্ষ্মীএক কার্তিক। খুব ভালো লাগছে তিনজনই ভালো আছে। গত ২৭ তারিখ শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে এই তিন সন্তানের জন্ম হয়। প্রয়াস,প্রত্যাশা প্রত্যুষা।
advertisement
বাবা বিকাশ রায় জানায় বছর আগে রমা রায়ের সাথে বিয়ে হয়। বহু দিন পর সন্তান পেলাম তাও আবার একসঙ্গে তিনটি, এর আগে কোনো সন্তান ছিল না। পরিবারে আমি সহ সকলে খুশী। ভালো লাগছে এই ভেবে ২৭ তারিখে মধ্যে রাতে তিন সন্তান জন্ম নেয়, এক মিনিট এক মিনিট। জানা যায় বিয়ের বছর পর একসাথে তিন সন্তানের মুখ দেখলেন।
advertisement
 
 
 
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement