Jalpaiguri News: পরপর তিনবার একই ব্যাঙ্কে চুরি! তদন্তে নামল পুলিশ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ব্যাংক খুলতেই চক্ষু চড়ক গাছ। দেওয়ালের ইট খুলে ভেতরে প্রবেশ করে ব্যাংকের লকার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের সজনা পাড়া এলাকায়।
#জলপাইগুড়ি : ব্যাংক খুলতেই চক্ষু চড়ক গাছ। দেওয়ালের ইট খুলে ভেতরে প্রবেশ করে ব্যাংকের লকার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের সজনা পাড়া এলাকায়। প্রশ্ন উঠছে সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি সিএসপি সেন্টারে দায়িত্বে থাকা অধিকারীদের ভূমিকা নিয়ে। এই নিয়ে তিন বার চুরি। এর আগে দু-বার চুরির ঘটনার থেকেও শিক্ষা নেয়নি। কেনই বা ব্যাংকের অন্যান্য জায়গায় সিসিটিভি ক্যামেরা বাসালেও ক্যাশ লকারের মত গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। পেছন থেকেও বারংবার চুরি হওয়া সত্বেও কেন হুঁশ ফেরেনি কর্তপক্ষের।
তাহলে কি ব্যাংক কর্মীদের একাংশের যোগসাজস রয়েছে এই চুরির ঘটনার পেছনে উঠছে প্রশ্ন। জানা গেছে, সজনা পাড়া এলাকার সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি সিএসপি সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, ঘটনায় ৪৯৯৮৪ /-টাকা খোয়া যায় বলেই জানিয়েছে দায়িত্বে থাকা ম্যানেজার কাশীরাম রায়। জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিদিনের মতো আজ সকালে যখন ব্যাংক খুলতে যায় আধিকারিকেরা এর পরই দেখেন ওয়াল কেটে ব্যাংকের জিনিস পত্র লন্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!
এরপর এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার আই.সি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামীণ পুলিশ সুপার ওয়াংডেং ভুটিয়া। ব্যাংকের সিসিটিভি ফুটেজ ধূপগুড়ি থানার আইসি নিজের সরজমিনে খতিয়ে দেখেন। তবে ব্যাংককের পেছন দিকে ও যেই ঘরে চুরি হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে চুরির কোনো রকম ফুটেজ ক্যামেরাবন্দি হয়নি বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
Surajit Dey
Location :
First Published :
October 11, 2022 12:11 AM IST