Jalpaiguri: রেশনের চাল আটা চুরির অভি‌যোগ! বেপাত্তা অভি‌যুক্ত

Last Updated:

আবারও দূর্নীতি রেশনের চাল, আটা নিয়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় রেশনের চাল,গম চুরি কান্ডের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

#জলপাইগুড়ি : আবারও দূর্নীতি রেশনের চাল, আটা নিয়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় রেশনের চাল,গম চুরি কান্ডের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির ভেতর ঢিবি করা একাধিক বস্তা। তার ভেতরেই রয়েছে রেশনের চাল, আটা। এলাকার মানুষ নাকি ওই চাল আটা গুলি বিক্রি করে দিয়ে গেছেন তাদের বাড়িতে। তল্লাশির পর এমনটাই জানালেন অভিযুক্তের স্ত্রী।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার জমিদারপাড়ায়। এদিন দুপুরে প্রচুর পরিমান রেশনের চাল, আটা বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ চাল আটা গুলি পরবর্তীতে বাজেয়াপ্ত করার উদ্যোগ নিল এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ।
 
 
advertisement
জানা গিয়েছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত পাহারপুর জমিদার পাড়া এলাকায় ঘটনাটি এদিন ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পাহাড়পুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা সুদর্শন সরকারের বাড়িতে রেশনের চাল এবং আটা মজুত রেখেছে বলে খবর পায় পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই অনুযায়ী ওই বাড়িতে হানা দেয় পুলিশ।
advertisement
 
সেখানে অভিযান চালিয়ে কুড়ি কুইন্টাল রেশনের চাল এবং ১৮৬ প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের অভিযানের খবর জানতে পেরেই গা ঢাকা যায় উপযুক্ত তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন সুদর্শনের স্ত্রী। তিনি বলেন এই চাল, গম আমরা বিভিন্ন মানুষের থেকে কিনে থাকি। যারা রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে থাকেন তারা নিজেরাই আমাদের বাড়িতে আসেন।
advertisement
 
এসে বিক্রি করে দিয়ে যান। আবার গোরু শূয়র ইত্যাদি যারা প্রতিপালন করেন তারা এগুলি দাম টাকা দিয়ে কিনে নিয়ে যান।প্রশ্ন হল,এভাবে কি রেশনের খাদ্য সামগ্রী কেনা যায়?বা কেউ বাড়িতে এভাবে মজুদ করে রাখতে পারেন কিংবা বাড়িতে মজুদ করে এভাবে রাখতে পারা কি বৈধ? যদিও এর সদুত্তর পাওয়া যায়নি অভিযুক্তের স্ত্রীর কাছ থেকে।
advertisement
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: রেশনের চাল আটা চুরির অভি‌যোগ! বেপাত্তা অভি‌যুক্ত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement