Jalpaigiri: জলপাইগুড়িতে পালিত হচ্ছে ঝুলন উৎসব

Last Updated:

শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলনউতসব প্রতি বছরের মত এবার ও পালন করা হচ্ছে জলপাইগুড়িতে।

+
title=

#জলপাইগুড়ি:  শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলনউতসব প্রতি বছরের মত এবার ও পালন করা হচ্ছে জলপাইগুড়িতে। ঐতিহ্য বাহী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি গৌড়িয় মঠ প্রাঙ্গণে।এ প্রসঙ্গে বলতেই হয়, জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এ শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন যাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। প্রত্যেক বছর এই উৎসবে শামিল হন জলপাইগুড়ি শহর সহ জেলার মানুষজন।
এই উৎসব একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এ বছরও। চারদিন ধরে চলবে এই ঝুলনযাত্রা এমনটাই জানানো হয়েছে গৌড়ীয় মঠ এর পক্ষ থেকে। আরো উল্লেখ্য এটি বলদেব পুর্ণিমা অবদি ঝুলন চলবে বলে জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। প্রসঙ্গত কথিত আছে, গোপীগনের সাথে ভগবান শ্রী কৃষ্ণ লীলায় মেতে ওঠেন এই উতসবে। আনন্দ করেন গোপীগণের সাথে।
advertisement
আরও পড়ুনঃ আগাছার স্বর্গরাজ্য ফার্মেসি কলেজের ছাত্রাবাস! সমস্যায় আবাসিকরা
আর সেই লীলাকেই ভক্তরা ঝুলন হিসাবে পালন করে থাকেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়,দেশজুড়ে এই ঝুলনযাত্রা পালিত হয়। বৃন্দাবন নবদ্বীপ সহ একাধিক জায়গায় এই ঝুলনযাত্রা পালিত হয় বলে জানা গিয়েছে। জলপাইগুড়িতে চারদিন ধরে এই উৎসব চলবে বলে জানানো হয়েছে। বিশেষ পুজাপাঠ, ভোগের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
সাথে ঈশ্বরের উদ্দ্যেশ্যে চলছে কীর্তন। শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্ত বললেন, বলদেব পুর্ণিমাতে রাধাকৃষ্ণ ঝুলন থেকে নেমে আসবেন। ঝুলন উৎসব এর জন্য জলপাইগুড়ি গৌড়ীয় মঠে সাধারণ ভক্তবৃন্দের উদ্দীপনা লক্ষ্য করার মতো। ভগবানের দোলনা কে সাজিয়ে তোলা হয়েছে ফুল সহ নানা উপকরণে।
Geetashree Mukherjee
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaigiri: জলপাইগুড়িতে পালিত হচ্ছে ঝুলন উৎসব
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement