IPL 2021: Maxwell বিরাট ছক্কা মাঠের সীমানা পার! তারপর উত্তাল...

Last Updated:

গত মরশুমে একটা ছক্কাও নাকি মারতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল , এবার এসেই উগড়ে দিলেন গোখরো সাপের খতরনাক বিষ৷

#চেন্নাই: গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) গত মরশুমে বড়ই বিবর্ণ ছিলেন৷ আর আইপিএল ২০২১ (IPL 2021) -র প্রথম ম্যাচেই গোখরোর মতোই জাত চেনালেন৷ দেখালেন ব্যাটে বিষের অভাব নেই৷ এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) জার্সিতে মাঠ কাঁপানো পারফরম্যান্স করলেন৷ মাত্র ২৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয় মারেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্রুণাল পান্ডিয়ার বলে তিনি যে ছক্কা মারেন তা এমএ চিদাম্বরম স্টেডিয়ামের মাথায় ধাক্কা খেয়ে রাস্তায় বেরিয়ে যায়৷ সেই সময় বিরাট কোহলি ননস্ট্রাইকার এন্ড থেকে অবাক চোখে তাকিয়ে ছিলেন৷
advertisement
ম্যাক্সওয়েল নিজের ব্যকরণ বিধি না মেনে খেলার জন্য বিখ্যাত৷ খেলার ক্ষুদ্রতম ফর্ম্যাটে রাহুল চাহারের বলে সুইচ হিট করেন৷ তাঁর ইনিংস খতম করেন মুম্বইয়ের জার্সিতে অভিষেক ঘটানো মার্কো জেনসেন৷ ম্যাক্সওয়েলের সেই ভয়ানক ছক্কা সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে৷
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় উইকেটের পতনের পর ষষ্ঠ ওভারে ম্যাক্সওয়েল ৫২রান যোগ করেন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে৷ যদিও অধিনায়ক বিরাট কোহলি এদিন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার৷ গত মরশুমের খরা কাটানোর ইঙ্গিত প্রথম ম্যাচেই দিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ গত মরশুমে পঞ্জাব কিংসের জার্সিতে ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেছিলেন তিনি৷ গত মরশুমে একটাও ছক্কা মারতে পারেননি তিনি৷
advertisement
এবার আরসিবি ১৪.২৫ কোটিতে তাঁকে কিনে নেওয়াটা যে আরসিবি ভুল করেনি প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: Maxwell বিরাট ছক্কা মাঠের সীমানা পার! তারপর উত্তাল...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement