গাড়ির বনেটের উপরেই ভাজা হয়ে যাচ্ছে মাছ !
Last Updated:
তেল-কড়াইয়ের কী দরকার ? উনুন বা গ্যাসও লাগবে না ৷ একটি রোদে দাঁড়ানো গাড়ি আর তার বনেট থাকলেই যথেষ্ট ৷ কড়েকড়ে মাছ ভাজা চলে আসবে আপনার প্লেটে ৷ গ্যারান্টি ৷
#বেজিং: তেল-কড়াইয়ের কী দরকার ? উনুন বা গ্যাসও লাগবে না ৷ একটি রোদে দাঁড়ানো গাড়ি আর তার বনেট থাকলেই যথেষ্ট ৷ কড়েকড়ে মাছ ভাজা চলে আসবে আপনার প্লেটে ৷ গ্যারান্টি ৷
গল্প নয় ৷ সত্যিই এমন ঘটনা ঘটল চিনে ৷ গাড়ির বনেটের উপর রেখে দিব্যি মাছ ভাজলেন চিনের বিনজোউ শহরের এক মহিলা ৷ ছবি তুলে সেই ঘটনা শেয়ার করলেন ট্যুইটারের দেওয়ালেও ৷ স্থানীয় এলাকায় তাপমাত্রা বাড়তে বাড়তে এখন তা ৪০ ডিগ্রি পেরিয়েছে ৷ প্রবল গরমে নাজেহাল মানুষ ৷ রোদের তাপে তেতে রয়েছে গাড়ির মেটাল বডি ৷ দেখা গেল, গাড়ির উপরে মাছ রাখতেই দিব্যি ভাজা হয়ে যাচ্ছে সে গুলো ৷ এমন আজব ঘটনা দেখে রীতিমতো সোরগোল পড়েছে নেটদুনিয়ায় ৷
advertisement
advertisement
এ দেশে এমন ঘটনা তেমন বিরল নয় ৷ গত বছরও ওড়িশার তিতলাগড়ে প্রবল গরমে রাস্তায় ডিম ভাজতে দেখা গিয়েছিল স্থানীয়দের ৷ তেলেঙ্গনার করিমনগরেও রাস্তায় ডিম ভাজার ঘটনা ঘটেছিল ৷ দুবাইতে ৪৬ ডিগ্রি তাপমাত্রায় রোদের তাপেই ভাজা হয়েছিল ডিম ৷
advertisement
তবে এবার চিনে মাছ ভাজার ঘটনা সত্যিই অভিনব ৷
It's sizzling hot! A woman fries fish on a burning hot car hood as temperatures neared 40 °C in Binzhou, east China’s Shandong province on Tuesday. pic.twitter.com/r9pGldjePS
— People's Daily,China (@PDChina) June 6, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2018 4:35 PM IST